ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছ’য়ে ওঠার হাতছানি টাইগারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, মে ৪, ২০১৭
ছ’য়ে ওঠার হাতছানি টাইগারদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির বার্ষিক হালনাগাতের পর প্রকাশিত হওয়া ওয়ানডে র‌্যাংকিংয়ে আরও উন্নতি করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সেটি আসন্ন ত্রি-দেশীয় সিরিজের মধ্যদিয়ে। এই সিরিজ দিয়েই শ্রীলঙ্কাকেও টপকে যাওয়ার হাতছানি থাকছে টাইগারদের সামনে।

স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের অংশগ্রহণে আগামী ১২ মে থেকে শুরু হতে যাচ্ছে ত্রি-দেশীয় সিরিজ।

এর আগে সবশেষ প্রকাশিত তালিকায় বাংলাদেশের ওয়ানডেতে অবস্থান সাত নম্বরে।

বার্ষিক হালনাগাতের পর টাইগারদের এক পয়েন্ট কমে গেলেও বর্তমান সংগ্রহ ৯১ রেটিং পয়েন্ট। আরো ওপরে ওঠার সম্ভাবনা উঁকি দিচ্ছে লাল-সবুজদের। সঙ্গে সম্ভাবনা জাগাচ্ছে দেশের ক্রিকেট ইতিহাসে সেরা অবস্থানে থাকার।

র‌্যাংকিংয়ে বাংলাদেশের উপরে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৩। টাইগাররা লঙ্কানদের চেয়ে পিছিয়ে মাত্র ২ রেটিং পয়েন্টে। আসন্ন ত্রি-দেশীয় সিরিজের পর শ্রীলঙ্কাকে পেছনে ফেলতে হলে এই সিরিজটি মাশরাফি-তামিম-মুশফিক-সাকিবদের জন্য গুরুত্বপূর্ণ।

ত্রি-দেশীয় টুর্নামেন্টে প্রতিটি দলই চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সব কয়টি ম্যাচ জিততে পারলে টাইগারদের যোগ হবে ৬ রেটিং পয়েন্ট, যা বাংলাদেশকে পৌঁছে দেবে র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে। তিনটি ম্যাচ জিততে পারলে লাল-সবুজদের নামের পাশে যোগ হবে ৩ রেটিং পয়েন্ট। তখন ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাকে টপকে যাবে ম্যাশ বাহিনী। অবস্থান করবে ছয় নম্বরে। সব ঠিক থাকলে আয়ারল্যান্ডকে দুটি ম্যাচেই হারানো সম্ভব টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে থাকা দুটি ম্যাচের একটি জিতলেই লঙ্কানদের টপকে যাবে লাল-সবুজরা।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ০৪ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।