ক’দিন আগেই জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক সত্বের ভিত্তিমূল্য দ্বিগুণ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০১৫ সালে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান টপ অব মাইন্ডের ভিত্তিমূল্য ছিল ৩০ কোটি টাকা।
২০১৫ সালে টপ অব মাইন্ডের কাছ থেকে মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়েটা স্বত্ব কিনেছিল ৪১ কোটি ৪১ লাখ টাকার বিনিময়ে। এবার দুই বছরের জন্য ফ্লোর প্রাইজ ধরা ছিল ৬০ কোটি টাকা।
বৃহস্পতিবার (০৪ মে) বিকেলে টিম স্পন্সরশিপের টেন্ডার জমার শেষ তারিখ ছিল। এরপরই জানিয়ে দেওয়া হলো টাইগারদের নতুন স্পন্সরের নাম।
বাংলাদেশ জাতীয় দলের টিম স্পন্সরশিপ স্বত্ব কেনায় আগ্রহ দেখিয়েছিল প্রাণ, রবি, গ্রামীণফোন, মেঘনা গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ ও বিকাশ। তবে, গ্রামীণফোন, মেঘনা গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ ও বিকাশের আর্থিক শর্ত শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হয়নি। টিকে ছিল প্রাণ আর রবি। শেষ পর্যন্ত প্রাণকে টপকে টাইগারদের সঙ্গী হলো রবি।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ০৪ মে ২০১৭
এমআরপি/এইচএল