ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ইমরান খানের থেকেও এগিয়ে মিসবাহ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মে ৪, ২০১৭
ইমরান খানের থেকেও এগিয়ে মিসবাহ! ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষেই ক্রিকেটকে বিদায় জানাবেন পাকিস্তানের দীর্ঘদিনের টেস্ট দলপতি মিসবাহ উল হক। বর্তমান দলপতিকে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের থেকেও ভালো বলে জানালেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান।

বরাবরই বিতর্ক ছড়ানো শাহরিয়ার খান মিসবাহর ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে জানান, ‘আমি ইমরান খানের সঙ্গে মিসবাহর তুলনা করতে গিয়ে কোনো রাজনৈতিক ইস্যু দাঁড় করাতে চাই না। ক্রিকেটের পরিসংখ্যানের ভিত্তিতে ইমরানের থেকে আমি মিসবাহকে এগিয়ে রাখবো।

ইমরান খানকে পাকিস্তানের তথা বিশ্বের সেরা ক্রিকেটার হিসেবে ধরা হয়। ১৯৮২ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত দলের অধিনায়ক ছিলেন তিনি। তার সময়ে পাকিস্তান ৪৮টি টেস্ট ম্যাচ খেলেছে। যেখানে পাকিস্তান ১৪টি ম্যাচ জিতেছিল। ৮টি ম্যাচ হারলেও ড্র করেছিল ২৬টি ম্যাচ।

অপরদিকে, মিসবাহর নেতৃত্বে পাকিস্তান ২০১০ সালের পর থেকে খেলছে। এই সাত বছরে তার নেতৃত্বে পাকিস্তান খেলেছে ৫৫টি টেস্ট ম্যাচ। যার মধ্যে ২৫টি জয়, ১৮টি পরাজয় আর ১১টি ম্যাচ ড্র করেছে মিসবাহ বাহিনী। একটি ম্যাচ এখনও চলমান।

শাহরিয়ার খান যোগ করেন, ‘আমি ক্রিকেটের পরিসংখ্যানে বিশ্বাসী। আমি ইমরানকে ক্রিকেটার হিসেবে সম্মান দেখাই। কারণ, আমি রাজনৈতিক কোনো ব্যক্তি নই। মিসবাহ পাকিস্তানকে সর্বোচ্চ টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছে। তাকেই ইমরানের থেকে এগিয়ে রাখতে চাই। ’

উল্লেখ্য, ইমরান খানের নেতৃত্বে সাদা পোশাকে পাকিস্তান ২৯.১৬ শতাংশ ম্যাচ জিতেছে, হেরেছে ১৬.৬৬ শতাংশ ম্যাচ। এদিকে, মিসবাহর নেতৃত্বে এখন পর্যন্ত পাকিস্তান ৪৫.৪৫ শতাংশ ম্যাচ জয় পেলেও হেরেছে ৩২.৭২ শতাংশ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৪ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।