তিনি আরও বলেছিলেন, ‘সংগত কারণেই নারী দলকে ম্যাচ ফি ৬০০ টাকা, মাসিক বেতন সর্বোচ্চ ৩০ হাজার টাকার বেশি দিতে পারি না। তাই ভাবছি এবারের স্পন্সরের সাথে বিসিবির চুক্তি হওয়ার পর নারী দলের জন্য আলাদা কোটা রাখার কথা প্রস্তাব করবো।
ভুলুর এমন কথাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানালেন, ‘নারী দলের জন্য যে পরিমান অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে আপনি যদি আইসিসির অন্যান্য দেশকে দেখেন সেই তুলনায় আমরা কোনো অংশেই কম করছি না। নির্দিষ্ট কিছু জায়গায় হয়তো আমাদের স্বল্পতা থাকতে পারে, তবে সেগুলো আমরা অবশ্যই পূরণ করবো। ’
সুজন যোগ করেন, ‘সামগ্রিকভাবে যদি দেখেন আমাদের নারী দলের নিয়মিত খেলা হচ্ছে এবং জাতীয় দলের জন্য গত চার বছর বা তারও বেশি সময় ধরে একজন বিদেশি কোচ নিয়মিতই আছেন। এছাড়া সম্প্রতি বিদেশ থেকে প্রশিক্ষকও নিচ্ছি। আরও পরিকল্পনা আমাদের আছে যা আমরা ভবিষ্যতে বাস্তবায়ন করবো। তাছাড়া স্পন্সর থেকে প্রাপ্ত অর্থের একটা নির্দিষ্ট পরিমানও মেয়েদের জন্য বরাদ্দ দিচ্ছি। ’
বৃহস্পতিবার (৪ মে) ছিল বাংলাদেশ ক্রিকেটের স্পন্সর অকশন। যেখানে রবি’র সাথে অংশ নিয়েছিল ময়মনসিংহ অ্যাগ্রো গ্রুপ বা প্রাণ। প্রাণকে পেছনে ফেলে দ্বিতীয় মেয়াদে আগামী দুই বছরের জন্য (জাতীয় ছেলে, নারী দল ও ‘এ’ দলের) স্পন্সরের দায়িত্ব নেয় দেশের বেসরকারি মোবাইল অপারটের রবি আজিয়েটা লিমিটেড।
২০১৯ সালের জুলাই পর্যন্ত টাইগারগের সাথে থাকছে রবি, যার মেয়াদ শুরু হবে এ বছরের জুলাই থেকে।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়া স্পন্সরের ঘোষণা দিতে বিকেলে বিসিবিতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন, মার্কেটিং বিভাগের পরিচালক কাজী ইনাম আহমেদ ও রবি আজিয়েটার চিফ কর্পোরেট অ্যান্ড পিপলস অফিসার মতিউল ইসলাম নওশাদসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ৪ মে ২০১৭
এইচএল/এমআরপি