এ জয়ের ফলে আইপিএলে এখনও প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে দিল্লি। যেখানে দলের প্রায় ৫০ শতাংশ রানই এসেছে প্যান্তের ব্যাট থেকে।
প্যান্তের ইনিংসে বাউন্ডারি থেকে ওভার বাউন্ডারির মারই ছিল বেশি। যেখানে নয়টি বিশাল ছক্কার বিপরীতে তিনি ছয়টি চার হাঁকিয়েছেন। তবে ভাগ্য সহায় না থাকায় সেঞ্চুরি বঞ্চিত হন।
প্যান্তের এমন ইনিংস নজর কেড়েছে ভারতের সাবেক থেকে বর্তমান তারকাদের। শচীন নিজের টুইটারে লিখেই দিয়েছেন, ‘১০টি আইপিএল মৌসুম মিলিয়ে আমার দেখা এটি সেরা ইনিংস। ’ এছাড়া বিরেন্দ্রর শেওয়াগ, গৌতম গম্ভির, সৌরভ গাঙ্গুলি, রোহিত শর্মা থেকে শুরু করে সুনাম করেছেন ভিভিএস লক্ষনও।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ০৫ মে, ২০১৬
এমএমএস