ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

স্মিথ-জাদেজার সঙ্গে শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মে ৫, ২০১৭
স্মিথ-জাদেজার সঙ্গে শীর্ষে সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রকাশিত সবশেষ টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন স্টিভেন স্মিথ, রবীন্দ্র জাদেজা আর সাকিব আল হাসান।

ব্যাটিং তালিকায় অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথের সংগ্রহ ৯৪১ রেটিং পয়েন্ট। বোলারদের তালিকায় এক নম্বরে থাকা ভারতীয় স্পিনার জাদেজার সংগ্রহ ৮৯৮ রেটিং পয়েন্ট।

আর অলরাউন্ডার তালিকায় এক নম্বরে থাকা টাইগার তারকা সাকিবের অর্জন ৪৩১ রেটিং পয়েন্ট।

ব্যাটসম্যানদের তালিকায় দুইয়ে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, তিনে ইংল্যান্ডের জো রুট, চারে ভারতের চেতস্বর পুজারা, পাঁচে আরেক ভারতীয় বিরাট কোহলি। ছয় থেকে দশ নম্বরে রয়েছেন যথাক্রমে কুইন্টন ডি কক, ডেভিড ওয়ার্নার, আজহার আলি, হাশিম আমলা আর লোকেশ রাহুল।

এদিকে, বোলারদের ক্যাটাগরিতে শীর্ষ দলে রয়েছেন যথাক্রমে রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, রঙ্গনা হেরাথ, জস হ্যাজেলউড, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, কেগিসো রাবাদা, ডেল স্টেইন, নেইল ওয়াগনার আর মিচেল স্টার্ক।

অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে বাংলাদেশের সাকিব। টাইগার সেরা এই তারকার পেছনে রয়েছেন যথাক্রমে জাদেজা, অশ্বিন, বেন স্টোকস, মিচেল স্টার্ক, মঈন আলি, ভারনন ফিল্যান্ডার, রঙ্গনা হেরাথ, স্টুয়ার্ট ব্রড আর ক্রিস ওকস।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ০৫ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।