ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মে ৫, ২০১৭
টাইগারদের বিশাল জয় ছবি: সংগৃহীত

সাসেক্স দ্বিতীয় একাদশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এবারও আগে ব্যাটিং করে ৩০০ পেরুনো ইনিংস গড়েছিল টাইগাররা। লাল-সবুজদের এই ম্যাচে জয়টি ১৩৪ রানের।

হোভের সেন্ট্রাল ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে তোলে ৩১৪ রান। জবাবে, ১৮০ রানেই গুটিয়ে যায় সাসেক্স।

সাসেক্সের হয়ে খেলেছেন বাংলাদেশের সিনিয়র অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ আর পেসার শফিউল ইসলাম।

তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমানেদের ছাড়াই মাঠে নেমেছিল বাংলাদেশ। টাইগারদের ওপেনার ইমরুল কায়েস একাই করেন ৯২ রান। তার ৭৮ বলের ইনিংসে ছিল ১২টি চার আর একটি ছক্কার মার। অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দিয়ে ইমরুল স্বেচ্ছায় অবসরে যান।

আগের ম্যাচে ব্যাটে ঝড় তোলা আরেক ওপেনার সৌম্য সরকার ৬ রানে বিদায় নেন। সাব্বির রহমান ৫৫ বলে ৭টি চার আর একটি ছক্কায় করেন ৫২ রান। দলপতি মুশফিকের ব্যাট থেকে আসে ৪০ রান। তার ৪৭ বলের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারি।

নাসির রান না পেলেও এই ম্যাচে ব্যাট হাতে দারুণ করেছেন মেহেদি মিরাজ। ৫৫ বলে চারটি চার আর তিনটি ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন তিনি।

সাসেক্সের হয়ে ব্যাটিংয়ে নেমে মাহমুদুল্লাহ রিয়াদ প্রস্তুতিটা ভালোই সেরেছেন। তাসকিনের বলে সোহানের তালুবন্দি হওয়ার আগে করেছেন ৩২ রান। ওপেনার ও দলপতি সল্ট একইভাবে তাসকিনের বলে সোহানের হাতে ধরা পড়ার আগে করেন ২৪ রান। সৌম্য, মিরাজ আর সাঞ্জামুলও উইকেট পেয়েছেন।

এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে মুশফিকের অপরাজিত ১৩৪ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রান করেছিল বাংলাদেশ। জবাবে ডিউক অব নরফোক ১৮ ওভারে বিনা উইকেটে ১০১ রান তোলার পরই বৃষ্টি নামে। ফলে, বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।