ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ ওভারে হায়দ্রাবাদের ধস, জয়দেবের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মে ৬, ২০১৭
শেষ ওভারে হায়দ্রাবাদের ধস, জয়দেবের হ্যাটট্রিক ছবি: সংগৃহীত

চলমান আইপিএলের ৪৪তম ম্যাচে জয় তুলে নিয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদকে ১২ রানে হারিয়েছে স্টিভেন স্মিথ, মহেন্দ্র সিং ধোনিদের দলটি।

অথচ শেষ ওভারে জয়ের জন্য ১৩ রানের দরকার ছিল হায়দ্রাবাদের, হাতে ছিল চারটি উইকেট! শেষ ওভারে হ্যাটট্রিক করেন পুনের পেসার জয়দেব। এই জয়ের ফলে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের দুইয়ে পুনে।

১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেল হায়দ্রাবাদ।

হায়দ্রাবাদের ঘরের মাঠে আতিথ্য নেয় পুনে। আগে ব্যাট করে অতিথিরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৪৮ রান। জবাবে, ৯ উইকেট হারিয়ে ১৩৬ রানের মাথায় থেমে যায় হায়দ্রাবাদের ইনিংস।

পুনের ওপেনার আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ২২ রান। ৩৪ রান করেন দলপতি স্টিভেন স্মিথ। দলের সেরা তারকা বেন স্টোকস করেন ২৫ বলে তিনটি ছ্ক্কা আর একটি চারের সাহায্যে ৩৯ রান। ২১ বলে দুটি করে চার ও ছক্কায় ৩১ রান করেন মহেন্দ্র সিং ধোনি।

হায়দ্রাবাদের ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৩৯ রান খরচায় কোনো উইকেট পাননি। আরেক পেসার আশিষ নেহারা ১.১ ওভার বল করে ৫ রান দিয়ে মাঠ ছাড়েন। সিদ্ধার্ত কাউল ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করেন। একটি করে উইকেট পান ৪ ওভারে ১৮ রান দেওয়া রশিদ খান এবং ৩৯ রান দেওয়া বিপুল শর্মা।

১৪৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে হায়দ্রাবাদের ওপেনার ডেভিড ওয়ার্নার ৩৪ বলে ৪০ রান করে বিদায় নেন। আরেক ওপেনার শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসে ১৯ রান। কেন উইলিয়ামসন করেন ৪ রান। ৪৩ বলে চারটি চার আর দুটি ছক্কায় ৪৭ রান করে সাজঘরে ফেরেন যুবরাজ সিং। মইসেস হেনরিকস ৪, নোমান ওঝা ৯ রানে বিদায় নেন।

জয়দেবের করা শেষ ওভারে হায়দ্রাবাদের দরকার ছিল ১৩ রান। প্রথম বলে বিপুল শর্মা কোনো রান নিতে পারেননি। দ্বিতীয় বলে স্টোকসের তালুবন্দি হয়ে ফেরেন। তৃতীয় বলে রশিদকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন জয়দেব। চতুর্থ বলে ভুবনেশ্বরকে মনোজ তিওয়ারির তালুবন্দি করে হ্যাটট্রিকের আনন্দে মাতেন জয়দেব। পঞ্চম বলে কোনো রান নিতে পারেননি কাউল। আর শেষ বলেও কোনো রান দেননি জয়দেব।

পুনের বাঁহাতি পেসার জয়দেব ৪ ওভারে ৩০ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। এর মাঝে একটি ছিল মেডেন ওভার। বেন স্টোকস ৪ ওভারে ৩০ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ০৬ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।