ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল আসছে বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, মে ৭, ২০১৭
অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল আসছে বাংলাদেশে ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সফরে ২০১৫ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। পরবর্তীতে সিরিজটি ঠিক কবে হবে সেই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া কিছু না বললেও ফের সিরিজটি খেলতে সম্মতি জানায় অস্ট্রেলিয়া।

বিসিবি বেশকিছু দিন আগে জানায় চলতি বছরের আগস্টেই দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। ২২ থেকে ২৪ আগস্ট দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা এবং সিরিজের প্রথম টেস্ট ২৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

দ্বিতীয় টেস্ট ৪ থেকে ৮ সেপ্টম্বর পর্যন্ত। তবে সিরিজ নিয়ে আবার জল ঘোলা শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বেশ কয়েকদিন আগে এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, বাংলাদেশের বিপক্ষে খেলবে কিনা সেই বিষয়ে এখনও নিশ্চয়তা দিতে পারছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিরিজ না খেলার কারণ হিসেবে আবারো অযুহাত হিসেবে নিরাপত্তা ইস্যুকে দেখানো হয়। তারা আরো জানায় বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া মধ্যকার সিরিজ নিয়ে কথা বলতে মিডিয়ার মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, এই মাসেই ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি দল নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসছে। পর্যবেক্ষণের পরেই সিরিজটি হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ০৭ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।