ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

স্টয়নিসের আইপিএল শেষ, শঙ্কায় চ্যাম্পিয়নস ট্রফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, মে ৭, ২০১৭
স্টয়নিসের আইপিএল শেষ, শঙ্কায় চ্যাম্পিয়নস ট্রফি মার্কাস স্টয়নিস/ছবি: সংগৃহীত

কাঁধের ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন তিনি।

গত ৫ মে (শুক্রবার) অনুষ্ঠিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের আগে প্র্যাকটিস সেশনে বল আটকাতে ডাইভ দিতে গিয়ে কাঁধে চোট পান স্টয়নিস। পাঞ্জাবের জার্সিতে তার পারফরম্যান্স অবশ্য উল্লেখ করার মতো নয়!

পাঁচ ম্যাচ খেলে মাত্র ১৭ রান করেছেন ২৭ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান।

বল হাতে নিয়েছেন দু’টি উইকেট। তার ইনজুরির অবস্থা এখনো মূল্যায়ন করা হচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবেন কিনা তা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে।

অজিদের হয়ে তিনটি ওয়ানডে ও একটি ওয়ানডে খেলেছেন স্টয়নিস। ওয়ানডেতে রয়েছে ১৪৬ রানের একটি বিধ্বংসী ইনিংস।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ৭ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।