ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্রামে থাকতে হবে রাজ্জাককে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, মে ৭, ২০১৭
বিশ্রামে থাকতে হবে রাজ্জাককে বিশ্রামে থাকতে হবে রাজ্জাককে

শনিবার বিকেএসপিতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ব্যাটিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে আঘাত পান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক আব্দুর রাজ্জাক। পরে তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন ক্লাব প্রেসিডেন্ট সাফওয়ান সোবহান।

ইনিংসের ৪৫তম ওভারে রান নিতে গিয়ে ডাইভ দেন রাজ্জাক। ডান হাঁটুতে ও বাঁ-পায়ের উরুর পেশিতে চোট পান তিনি।

যার ফলে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন। প্রাথমিক চিকিৎসার পর তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়।

রাজধানীর অ্যাপোলো হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জানা যায় রাজ্জাকের চোট গুরুতর নয়। কিন্তু, গ্রেড ‘টু’ ইনজুরিতে পড়ায় তাকে হয়তো আগামী তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে।

গতকালই রাজ্জাকের ‘এমআরআই’ করানো হয়েছে। এমআরআই রিপোর্ট ভালো হলেও তাকে বিশ্রামে থাকতে হবে। শেখ জামালের কোচ দীপু রায় চৌধুরী জানিয়েছেন, ‘রাজ্জাকের চোট গুরুতর নয়। তার পেশিতে টান পড়েছে। বিস্তারিত জানা যাবে এমআরআই রিপোর্ট হাতে আসার পর। ’

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ০৭ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।