ইনিংসের ৪৫তম ওভারে রান নিতে গিয়ে ডাইভ দেন রাজ্জাক। ডান হাঁটুতে ও বাঁ-পায়ের উরুর পেশিতে চোট পান তিনি।
রাজধানীর অ্যাপোলো হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জানা যায় রাজ্জাকের চোট গুরুতর নয়। কিন্তু, গ্রেড ‘টু’ ইনজুরিতে পড়ায় তাকে হয়তো আগামী তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে।
গতকালই রাজ্জাকের ‘এমআরআই’ করানো হয়েছে। এমআরআই রিপোর্ট ভালো হলেও তাকে বিশ্রামে থাকতে হবে। শেখ জামালের কোচ দীপু রায় চৌধুরী জানিয়েছেন, ‘রাজ্জাকের চোট গুরুতর নয়। তার পেশিতে টান পড়েছে। বিস্তারিত জানা যাবে এমআরআই রিপোর্ট হাতে আসার পর। ’
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ০৭ মে ২০১৭
এমআরপি