ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শততম ম্যাচে গেইলের ‘গোল্ডেন ডাক’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মে ৭, ২০১৭
শততম ম্যাচে গেইলের ‘গোল্ডেন ডাক’ আইপিএলে ১০০তম ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন ক্রিস গেইল/ছবি: সংগৃহীত

আইপিএলে ১০০তম ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন ক্রিস গেইল। কিন্তু, ব্যাট হাতে উপলক্ষটা রাঙিয়ে তুলতে পারেননি ক্যারিবিয়ান ‘ব্যাটিং দানব’। শততম ম্যাচেও নিজের ছায়া হয়ে থাকলেন! ‘গোল্ডেন ডাক’ নিয়ে সাজঘরে ফেরেন দু’বারের টি-২০ বিশ্বকাপ জয়ী।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ফর্মহীন গেইল মাইলফলকের ম্যাচে জ্বলে উঠবেন সমর্থকদের এমন প্রত্যাশা রূপ নেয় হতাশায়। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রোববারের (৭ মে) ম্যাচটিতে উমেশ যাদবের করা ইনিংসের প্রথম বলেই গৌতম গম্ভীরের তালুবন্দি হন।

 

গেইলের মতোই ধুঁকছে বিরাট কোহলির দল। টানা হারের বৃত্তে থেকে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে গতবারের রানার্সআপদের। এখন পর্যন্ত ১২ ম্যাচের মধ্যে ১০টিতেই হারের লজ্জায় ডোবে বেঙ্গালুরু।

এবারের আসরে গেইলের ব্যাট যেন নিশ্চুপ! ৮ ম্যাচে করেছেন ১৫২। ৭৭ রানের ইনিংসে এক ম্যাচেই তাকে চেনা রূপে দেখা যায়। সে যাই হোক, সব মিলিয়ে ৩৭ বছর বয়সী গেইলের আইপিএল রেকর্ড ঈর্শনীয়। ১০০ ম্যাচে ৪১.১২ গড়ে ৩৫৭৮ রান। স্ট্রাইক রেট ১৫১.৬১। সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরিও ওয়েস্ট ইন্ডিজ সুপারস্টারের দখলে (৫টি)।

সর্বোচ্চ রান সংগ্রাহের তালিকায় সপ্তম স্থানে অবস্থান করছেন গেইল। ৪৪৯৩ রান নিয়ে শীর্ষে সুরেশ রায়না। শীর্ষ সাতে এর পরে যথাক্রমে কোহলি (৪৩৬০), রোহিত শর্মা (৪০৫৭), গম্ভীর (৪০৪৫), ডেভিড ওয়ার্নার (৩৯০২) ও রবিন উথাপ্পা (৩৭৭৪)।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ৭ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।