ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে মুম্বাই। সোমবার (৮ মে) তাদের মুখোমুখি হবে ডেভিড ওয়ার্নারের দল।
টানা দুই ম্যাচে হেরে যাওয়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দ্রাবাদের শেষ চারে থাকাটা হুমকির মুখে! আর দু’টি ম্যাচ বাকি। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে অবস্থান চতুর্থ। ৩ পয়েন্ট পিছিয়ে পাঁচ নম্বরে দুই ম্যাচ কম খেলা কিংস ইলেভেন পাঞ্জাব।
হায়দ্রাবাদের জন্য এটি ‘মাস্ট উইন গেম’। গুরুত্বপূর্ণ ম্যাচে নেহরার অনুপস্থিতি বড় ধাক্কাই বটে। রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে শনিবারের (৬ মে) ম্যাচটিতে নিজের দ্বিতীয় ওভারে হ্যামস্ট্রিং সমস্যা অনুভব করে বাধ্য হয়ে মাঠ ছাড়েন।
নেহরার ইনজুরি নিয়ে লক্ষণের ভাষ্য, ‘আগামীকাল ফিজিও নেহরার স্ক্যান করবেন। এরপর আমরা ইনজুরির সার্বিক অবস্থা জানতে পারবো। কিন্তু, গতকাল সে হ্যামস্ট্রিংয়ে বেশ অস্বস্তি অনুভব করেছিল। ’
গতবারের মতো এবারের আসরেও ইনজুরি সমস্যা ভোগাচ্ছে ৩৮ বছর বয়সী নেহরাকে। ২০১৬ ইভেন্টে ১৭ ম্যাচের মধ্যে মাত্র ৮টিতে খেলেন। এবার দলের ১২ ম্যাচের মধ্যে ৬ ম্যাচ খেলেছেন। বলা বাহুল্য, সানরাইজার্সের শিরোপা জয়ে অন্যতম ভূমিকা রাখা নেহরা চলতি মৌসুমে অনেকটা নিজের ছায়া হয়ে আছেন। ৬ ম্যাচে ২৪.৬২ গড়ে উইকেট নিয়েছেন ৮টি। ইকোনমি রেট ৯.৩০!
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ৭ মে, ২০১৭
এমআরএম