ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, মে ৮, ২০১৭
চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় স্কোয়াড ছবি: সংগৃহীত

সব জল্পনা-কল্পনা শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো ভারত। বর্তমান চ্যাম্পিয়নদের স্কোয়াডে রাখা হয়েছে ১৫ সদস্য। আর তাতে নেতৃত্ব ভার বিরাট কোহলির কাঁধে।

আইসিসির সঙ্গে লভ্যাংশ বণ্টন নিয়ে দ্বন্দ্ব লাগায় ২৫ এপ্রিল দল ঘোষণার শেষ সময় হলেও দল ঘোষণা থেকে সরে দাঁড়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের হুমকিও দিয়ে রাখে বোর্ডটি।

ফলে, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

তবে, সব শঙ্কা কাটিয়ে আগামী ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্তটা নেয় বিসিসিআই। বোর্ডের বহুপ্রতীক্ষিত বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ভারতের সাবেক ক্রিকেটাররা ভারতের এই মেগা ইভেন্টে অংশ নেওয়া উচিত বলেও মত দেন। তাছাড়া, চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে আগেই বিসিসিআইকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট মনোনীত অন্তর্বর্তীকালীন প্রশাসক কমিটি (সিওএ)।  

চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করলে ভারত ২০২৩ সাল পর্যন্ত আইসিসির কোনো ইভেন্টে অংশ নিতে পারতো না।

ভারতীয় দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, মনিশ পাণ্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হারদিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরা, উমেশ যাদব, মোহাম্মদ শামি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ০৮ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।