ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির আক্ষেপ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, মে ৮, ২০১৭
মাশরাফির আক্ষেপ! মাশরাফি বিন মর্তুজা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

হতে পারতেন বিশ্বমানের পেস বোলিং অলরাউন্ডার। প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও ক্যারিয়ার জুড়ে ইনজুরি ও একাধিক সার্জারির কারণে অনেক চড়াই-উতরাই পেরিয়েছেন। এতোসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই এখনো বাংলাদেশ দলকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা।

ক্যারিয়ার শুরু করেন পরিপূর্ণ পেস বোলার হিসেবে। হার্ডহিটার ব্যাটিং নৈপুণ্যে পেয়ে যান অলরাউন্ডার তকমা।

পেস বোলিংয়ের পাশাপাশি মাশরাফির আক্রমণাত্মক ব্যাটিং উপভোগ করেন দর্শকরা। কিন্তু, ইনজুরির ছোবলে বিশ্ব ক্রিকেটে পরিণত পেস বোলিং অলরাউন্ডার হয়ে ওঠা হয়নি! নিজের জন্য তো বটেই বাংলাদেশ ক্রিকেটের জন্যও তা দুর্ভাগ্যের।

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির (১ জুন শুরু) দল ঘোষণার পর পেস বোলিং অলরাউন্ডার ঘাটতির প্রশ্নের মুখে পড়েন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। অধিনায়ক মাশরাফি সেই পজিশন পূরণে সক্ষম বলে মন্তব্য করেছিলেন।

এ ব্যাপারে ৩৩ বছর বয়সী মাশরাফির কণ্ঠে আক্ষেপই ঝরেছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সত্যি বলতে, নিজেকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তৈরি করার সামর্থ্য ছিল আমার। কিন্তু আমি তা অর্জন করতে পারিনি। যদি পুরো ক্যারিয়ারের দিকে তাকাই, অনেক ২০-৩০ রানের ক্যামিও ইনিংস খেলেছি যা বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে। ’

‘আট বা নয় নম্বর ব্যাটসম্যানের এই রানগুলো কখনো কখনো দারুণ অবদান রাখে। আমি আশা করি দলের জন্য অন্তত এরকম স্কোরিং অব্যাহত রাখতে পারবো। ’-যোগ করেন মাশরাফি।

বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১৭২টি ওয়ানডেতে ১৫৫৬ রান করেছেন মাশরাফি। উইকেট নিয়েছেন ২২৫টি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে ৫৪ ম্যাচে ৪২ বার উইকেট উদযাপন করেন। সাদা পোশাকে ৩৬টি ম্যাচ খেলেছেন। সবশেষ টেস্ট খেলেছেন ২০০৯ সালে। এ ফরমেটে তার সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস রয়েছে। মোট রান ৭৯৭। অর্ধশতক আছে তিনটি। উইকেট নিয়েছেন ৭৮টি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ৮ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।