ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

লিটন-শান্তর জবাবে রকিবুলের শতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মে ৮, ২০১৭
লিটন-শান্তর জবাবে রকিবুলের শতক রকিবুল হাসান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির জবাবে শতক হাঁকিয়েছেন মোহামেডান অধিনায়ক রকিবুল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অষ্টম রাউন্ডের ম্যাচে ৩৬৭ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দেয় লিটন-নাজমুলের আবাহনী।

চ্যালেঞ্জিং লক্ষ্যে দলকে সামনে থেকেই নেতৃ্ত্ব দেন দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা রকিবুল। তুলে নেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।

ডিপিএলের এবারের আসরে প্রথম। প্রসঙ্গত, বাংলাদেশ দলে সবশেষ ২০১১ সালে খেলেছিলেন ৯ টেস্ট, ৫৫ ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলা এ ডানহাতি ব্যাটসম্যান।

এর আগে বিকেএসপিতে সোমবারের (৮ মে) ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনী দলপতি মোহাম্মদ মিঠুন। শাদমান ইসলামকে (২৮) নিয়ে ১০৩ রানের ওপেনিং জুটি গড়েন লিটন। আউট হওয়ার আগে ১৩৫ রানের ইনিংস উপহার দেন এ উদীয়মান উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

লিটনের পর সেঞ্চুরি উদযাপন করেন আরেক উঠতি ব্যাটসম্যান শান্ত। খেলেন ১১০ রানের ‍দায়িত্বশীল ইনিংস। দু’জনের ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে পাঁচ ‍উইকেটে ৩৬৬ রান তোলে আবাহনী।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ৮ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।