ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

তিন সেঞ্চুরির হাইভোল্টেজ ম্যাচ, রকিবুলের আক্ষেপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মে ৮, ২০১৭
তিন সেঞ্চুরির হাইভোল্টেজ ম্যাচ, রকিবুলের আক্ষেপ তিন সেঞ্চুরির হাইভোল্টেজ ম্যাচ, রকিবুলের আক্ষেপ

আবাহনী-মোহামেডানের আগের সেই উত্তেজনা না থাকলেও বিকেএসপির চার নম্বর মাঠে তিন সেঞ্চুরির ঘটনা ঘটেছে। ব্যাট হাতে আবাহনীর ওপেনার লিটন দাসের (১৩৫) সেঞ্চুরির পর দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত (১১০)। তার জবাবে মোহামেডানের দলপতি রকিবুল হাসানও হাঁকিয়েছেন সেঞ্চুরি (১৯০)।

সোমবার (৮ মে) বিকেএসপিতে ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনী অধিনায়ক মোহাম্মদ মিঠুন। মোহামেডানের বিপক্ষে ডিপিএলের অষ্টম রাউন্ডে খেলতে নেমে দুই সেঞ্চুরির ম্যাচে আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ৩৬৬ রান।

জবাবে, ৯ উইকেট হারিয়ে মোহামেডানের ইনিংস থামে ৩৩৯ রানের মাথায়। ফলে, ২৭ রানের জয় তুলে নেয় আবাহনী।

ব্যাটিংয়ে নেমে এবারের আসরে নিজের প্রথম সেঞ্চুরি উদযাপন করেছেন লিটন দাস। অষ্টম রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচে মোহামেডানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেন আবাহনীর এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ১০৩ রানের ওপেনিং জুটিতে দলকে উড়ন্ত শুরু এনে দেন লিটন ও সাদমান ইসলাম (২৮)। আউট হওয়ার আগে ১০৩ বলে ১৩৫ রানের ঝলমলে ইনিংস উপহার দেন লিটন। তাতে ছিল ১৫টি চার ও ২টি ছক্কার মার। সীমিত ওভারের লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূরণ করেন ২২ বছর বয়সী লিটন।

এরপর ব্যাট হাতে মোহামেডানের বোলারদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন শান্ত। ১০০ বলে তিনটি চার আর ছয়টি ছক্কায় করেন ১১০ রান। এটি লিস্ট ‘এ’ ক্যারিয়ারে শান্ত দ্বিতীয় সেঞ্চুরি। সাইফ হাসান ২৯, দলপতি মোহাম্মদ মিঠুন ৫ রানে বিদায় নেন। শুভাগত হোম ব্যাটে ঝড় তুলে তিনটি চার আর দুটি ছক্কায় অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন। আফিফ হোসেন ৬ রানে অপরাজিত থাকেন।

মোহামেডানের স্পিনার তাইজুল ইসলাম ১০ ওভারে ৫৭ রান খরচায় তিনটি উইকেট তুলে নেন। শামসুর রহমান আর কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট দখল করেন।

৩৬৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মোহামেডানের ওপেনার অভিষেক মিত্র ৩ আর রনি তালুকদার ১৯ রানে বিদায় নেন। তিন নম্বরে নামা শামসুর রহমানও ১৪ রান করে বিদায় নেন। লঙ্কান তারকা আশালঙ্কার ব্যাট থেকে আসে ৬৩ রান। জাবিদ হাসান ফেরেন ৫ রান করে।

মোহামেডানের দলপতি রকিবুল ইসলাম প্রতিরোধ গড়েন। চ্যালেঞ্জিং লক্ষ্যে দলকে সামনে থেকেই নেতৃ্ত্ব দেন দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা রকিবুল। তুলে নেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি, ছাড়িয়ে যান নিজের ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোর। ডিপিএলের এবারের আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে মাত্র ১০ রানের আক্ষেপ থাকছে তার। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থাকতে আউট হন তিনি। এতদিন লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বোচ্চ রানের ইনিংস ছিল তামিম ইকবালের ১৫৭ রানের।

বাংলাদেশ দলে সবশেষ ২০১১ সালে খেলেছিলেন ৯ টেস্ট, ৫৫ ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলা এ ডানহাতি ব্যাটসম্যান। আবাহনীর বিপক্ষে তার ১৯০ রানের ইনিংসটি সাজানো ছিল ১৩৮ বলে, ১৭টি চার আর ১০টি ছক্কায়। শেষ ওভারে বিদায় নেন তিনি। ২২ রান করেন নাজমুল হোসেন মিলন।

আবাহনীর হয়ে মানান শর্মা ১০ ওভারে ৪৭ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট। রকিবুলের হাতেই উঠে ম্যাচ সেরার পুরস্কার।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ০৮ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।