ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সাফওয়ান সোবহানের হাতে রংপুর রাইডার্সের নতুন যাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ৮, ২০১৭
সাফওয়ান সোবহানের হাতে রংপুর রাইডার্সের নতুন যাত্রা সাফওয়ান সোবহানের হাতে রংপুর রাইডার্সের নতুন যাত্রা। ছবি: বাদল-বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসর দিয়ে যাত্রা শুরু করা রংপুর রাইডার্সের দায়িত্ব নিলেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান।

রংপুর রাইডার্স দলটির পরিচালনায় রয়েছে সোহানা স্পোর্টস লিমিটেড। একই অনুষ্ঠানে সাফওয়ান সোবহান সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন।

সোমবার (৮ মে) সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ সংক্রান্ত একটি পৃষ্ঠপোষকতা চুক্তি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান, সোহানা স্পোর্টস লিমিটেডের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় (এমপি), চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন, সিইও ইসতিয়াক সাদেক, পরিচালক জাবেদ ইকবাল ও মিজানুর রহমান। সাফওয়ান সোবহানের হাতে রংপুর রাইডার্সের নতুন যাত্রা।  ছবি: বাদল-বাংলানিউজ এসময় সাফওয়ান সোবহান বলেন, এটা আমার জন্য দারুণ একটি মুহূর্ত, যার মধ্যদিয়ে আমি আমাদের শেয়ার ঘোষণা করছি। আমি মনে করি এর ফলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আরও বাড়লো। আপনারা জানেন আমাদের পরিবার ক্রীড়াবান্ধব। তাই দেশের ক্রীড়ার প্রতিটি ক্ষেত্রেই আমাদের অংশগ্রহণ ধরে রাখতে চাই। তাছাড়া কোচ, ফিজিও এবং খেলোয়াড়সহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে দলটি পরিচালনার মাধ্যমে দেশের ক্রিকেটের সম্ভাব্য সবধরনের উন্নয়ন করার চেষ্টা করবো।
   
নাইমুর রহমান দুর্জয় বলেন, পারিবারিকভাবে খেলাধুলার সঙ্গে বসুন্ধরা গ্রুপের যে যোগাযোগ তার ধারাবাহিকতায় দেশের শীর্ষ এই শিল্প প্রতিষ্ঠানটির অধীনে নতুন করে যাত্রা শুরু করলো রংপুর রাইডার্স। বসুন্ধরা গ্রুপ দেশের ক্রীড়ায় যে অবদান রাখতে চায়, আমি মনে করি এর মাধ্যমে তারা সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, মে ৮, ২০১৭
এইচএল/এমআরপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।