ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি (১ জুন শুরু) সামনে রেখে ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের ট্রেনিং ক্যাম্প শেষে গত ৭ মে আয়ারল্যান্ডে পা রাখেন মুশফিক-তামিমরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সেখানে দু’টি প্রস্তুতি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে টিম বাংলাদেশ।
বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া প্রথম প্রস্তুতি ম্যাচের (ডিউক অব নরফোকের বিপক্ষে) বড় প্রাপ্তি ছিল মুশফিকুর রহিমের ১৩৪ রানের চোখ ধাঁধানো ইনিংস। দ্বিতীয় ম্যাচেও নিজেদের শক্তিমত্তার জানান দেয়। সাসেক্স একাদশকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারানোর তৃপ্তি নিয়ে আয়ারল্যান্ডে উড়াল দেয় লাল-সবুজের জার্সিধারীরা।
এবার ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে শেষ প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের আরও ভালোভাবে তৈরি করতে চায় মাশরাফির দল। উল্লেখ্য, উলভস দলটি আয়ারল্যান্ডের ‘এ’ ও একাডেমি দলের খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে।
আগামী ১২ মে (শুক্রবার) ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে মোকাবেলা করবে বাংলাদেশ। ডাবলিনে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়। ১৭ মে নিউজিল্যান্ড ম্যাচ।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ৯ মে, ২০১৭
এমআরএম