ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীনির কাছে ধোনি এতই প্রিয়!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ৯, ২০১৭
শ্রীনির কাছে ধোনি এতই প্রিয়! ছবি: সংগৃহীত

আবারও বোমা ফাটালেন বিতর্কিত সাবেক ক্রিকেট প্রশাসক লোলিত মোদি। দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে দেশের বাইরে পালিয়ে থাকা লোলিত মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন, সাবেক বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসনের কোম্পানিতে কাজ করার প্রস্তাব পেয়েছেন ভারতের সফলতম অধিনায়কদের একজন মহেন্দ্র সিং ধোনি।

শ্রীনির মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্ডিয়া সিমেন্টসের বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ধোনির নিয়োগপত্র টুইটারে প্রকাশ করেছেন মোদি।

সেখানে দেখা যায়, এতে ধোনির মূল বেতন ৪৩ হাজার রুপি হলেও বিশেষ ভাতা হিসেবে তাকে আরও ৬০ হাজার রুপি দেওয়ার কথা বলা হয়েছে।

এর পাশাপাশি মহার্ঘ ভাতা হিসেবে ২১ হাজার ৯৭০ রুপি ও অতিরিক্ত আরও ২০ হাজার রুপি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এর সঙ্গে বাড়ি ভাড়া হিসেবে প্রস্তাব ছিল আরও ৮ হাজার রুপি।

মোদির দাবি অনুযায়ী ২০১২ জুলাইয়ে ইন্ডিয়া সিমেন্ট কোম্পানির মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন টিম ইন্ডিয়ার সাবেক দলপতি ধোনি।

আইপিএলের শুরু থেকেই ধোনি শ্রীনিবাসনের মালিকানাধীন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন। ২০১৩ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে আইপিএল থেকে বহিষ্কৃত হয় এই ফ্র্যাঞ্চাইজিটি। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী আইপিএলেই ফিরছে শ্রীনির চেন্নাই। ইতোমধ্যেই শ্রীনি ঘোষণা দিয়ে রেখেছেন, পরের আসরেই আবারো ধোনিকে দলপতি দেখা যাবে চেন্নাইয়ের। গত দুই আসর পুনের হয়ে খেলছেন ধোনি। আগের আসরে পুনের দলপতি থাকলেও এবার স্টিভেন স্মিথকে দেওয়া হয় সেই দায়িত্ব।

ইন্ডিয়া সিমেন্টের দেওয়া প্রস্তাবে রাজি হলে শ্রীনির কোম্পানির পক্ষ থেকে বেতনভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ ধোনিকে বছরে প্রায় ১০০ কোটি রুপি দেওয়া হবে বলেও জানা যায়।

তবে ধোনি ইন্ডিয়া সিমেন্টে যোগদান করবেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, ১০ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।