আগে ব্যাট করে পাঞ্জাব ৬ উইকেট হারিয়ে তোলে ১৬৭ রান। জবাবে, ৬ উইকেট হারিয়ে কলকাতার ইনিংস থামে ১৫৩ রানের মাথায়।
পাঞ্জাবের ওপেনার মার্টিন গাপটিল ১২ আর মানান ভোরা ২৫ রানে বিদায় নেন। ১১ রান করেন শন মার্শ। রিদ্ধিমান সাহার ব্যাট থেকে আসে ৩৮ রান। আর দলপতি গ্লেন ম্যাক্সওয়েল ২৫ বলে একটি চার আর চারটি ছক্কায় করেন ৪৪ রান।
কলকাতার কুলদীপ যাদব, ক্রিস ওকস দুটি করে উইকেট তুলে নেন। এছাড়া, একটি করে উইকেট পান উমেস যাদব, সুনীল নারাইন।
১৬৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কলকাতার ওপেনার সুনীল নারাইন ১০ বলে করেন ১৮ রান। ৫২ বলে ৮টি চার আর ৩টি ছক্কায় ৮৪ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেন। দলপতি গৌতম গম্ভীর ৮ আর রবিন উথাপ্পা ০ রানে বিদায় নেন। এছাড়া, মনিশ পান্ডে ১৮, কলিন ডি গ্রান্ডহোম ১১, ইউসুফ পাঠান ২, ক্রিস ওকস ৮ রান করেন।
পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট লাভ করেন মোহিত শর্মা এবং রাহুল। একটি উইকেট পান ম্যাট হেনরি। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মোহিত শর্মা।
১২ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মুম্বাই। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কলকাতা। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে পুনে আর হায়দ্রাবাদ ১৩ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে চার নম্বরে। ১২ ম্যাচ খেলা পাঞ্জাবের সংগ্রহ ১২ পয়েন্ট, অবস্থান পাঁচ নম্বরে।
বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, ১০ মে ২০১৭
এমআরপি