ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট থেকে অবসরের ভাবনা আমিরের!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, মে ১০, ২০১৭
টেস্ট থেকে অবসরের ভাবনা আমিরের! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্ট শেষে অবসরে যাবেন পাকিস্তানের সফলতম অধিনায়ক মিসবাহ-উল-হক। আরও অবসর নেবেন দেশটির সিনিয়র তারকা ব্যাটসম্যান ইউনুস খান। তাদের সঙ্গে অবসরে যেতে পারেন ২৫ বছর বয়সী পেসার মোহাম্মদ আমিরও।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন পাকিস্তানের পেসার আমির। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমনটাই জানানো হচ্ছে।

ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেটে জোড় দেওয়ার জন্যই আমির টেস্ট থেকে অবসর নেওয়ার বিষয়টি ভাবছেন।

বার্বাডোজে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর পাকিস্তানের এই পেসার টিম ম্যানেজমেন্টের সঙ্গে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিয়ে আলোচনা করেন। এমনকি সতীর্থদের কাছে এ ব্যাপারে পরামর্শও চান। আর এ বিষয়টি ফাঁস করে বেশ কিছু গণমাধ্যম। তাতে, বেজায় নাখোশ এই তারকা পেসার। নড়েচড়ে বসেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।

পাকিস্তানের জার্সিতে এখন পর্যন্ত ২৭ টেস্ট, ৩২ ওয়ানডে আর ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আমির। ২০০৯ সালে গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলেছিলেন। একই সফরে ডাম্বুলায় লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। একই বছর ইংল্যান্ডের মাটিতে ওভালে টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলতে নামেন।

সাদা পোশাকে আমিরের নামের পাশে রয়েছে ৯২ উইকেট। ওয়ানডের জার্সি গায়ে নিয়েছেন ৫০ উইকেট। আর টি-টোয়েন্টিতে আমিরের সংগ্রহ ৩৪ উইকেট।

বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, ১০ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।