ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির মিশন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, মে ১০, ২০১৭
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির মিশন বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির মঞ্চ আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দু’বছর আগে বিশ্বকাপ সামনে রেখে ব্রিসবেনে ১০ দিনের ট্রেনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ। সেটির ইতিবাচক প্রভাব মেলে দলীয় পারফরম্যান্সে। এবার চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ইংল্যান্ডের সাসেক্সে প্রস্তুতি ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ দিয়ে সেটি কাজে লাগাতে চোখ রাখছে মাশরাফির দল।

চ্যাম্পিয়নস ট্রফির জন্য নিজেদের ঝালিয়ে নিতে ত্রিদেশীয় সিরিজে সর্বোচ্চ সাফল্য পেতে মরিয়া লাল-সবুজের জার্সিধারীরা। আইরিশদের সঙ্গে আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে মোকাবেলা করতে হবে।

চ্যাম্পিয়নস ট্রফিতেও গ্রুপ সঙ্গী ব্ল্যাক ক্যাপসরা।

আগামী শুক্রবার (১২ মে) ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। ডাবলিনে খেলা শুরু বাংদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। ১৭ মে নিউজিল্যান্ড ম্যাচ। প্রত্যেকে একে অপরের বিপক্ষে দু’টি করে ম্যাচ খেলবে। ১৯ মে আয়ারল্যান্ড ও ২৪ মে সিরিজের শেষ ম্যাচে আবারো কিউইদের চ্যালেঞ্জ জানাবে।

ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়নস ট্রফি মিশনে ইংল্যান্ডে ফিরবেন সাকিব-তামিম-মুশফিক-মোস্তাফিজরা। ১ জুন লন্ডনের কেনিংটন ওভালে উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ড চ্যালেঞ্জ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালের জন্য লড়বে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

চ্যাম্পিয়নস ট্রফির শুরুর আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দু’টি প্রস্ততি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে।  যথাক্রমে ২৭ ও ৩০ ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে। সম্প্রতি সেখানকার কন্ডিশনে দু’টি প্রস্তুতি খেলেছে বাংলাদেশ। পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই।

বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া প্রথম প্রস্তুতি ম্যাচের (ডিউক অব নরফোকের বিপক্ষে) বড় প্রাপ্তি ছিল মুশফিকুর রহিমের ১৩৪ রানের চোখ ধাঁধানো ইনিংস। দ্বিতীয় ম্যাচেও নিজেদের শক্তিমত্তার জানান দেয়। সাসেক্স একাদশকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারানোর তৃপ্তি নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে উড়াল দেয় টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ১০ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।