ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সর্বোচ্চ উইকেট পেয়ে ঝুলনের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, মে ১০, ২০১৭
সর্বোচ্চ উইকেট পেয়ে ঝুলনের বিশ্বরেকর্ড ছবি:সংগৃহীত

বিশ্ব রেকর্ডে নাম লেখালেন ভারতের পেসার ঝুলন গোস্বামি। নারী ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে বিশ্বের সর্বোচ্চ উইকেট এখন তারই দখলে। অস্ট্রেলিয়ার ক্যাথিন ফিজপ্যাট্রিককে পেছনে ফেলে রেকর্ডটির মালিক হলেন তিনি।

অজি তারকা ক্যাথিনের দখলে ছিল ১৮০ উইকেট। তবে গত মঙ্গলবার ১৫৩ ম্যাচে ১৮১ উইকেট নিয়ে নতুন মাইলফলক তৈরি করলেন ঝুলন।

এদিন চার দেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রেকর্ডে পৌঁছলেন তিনি। শেষ করলেন ৭.৩ ওভারে ২০ রান দিয়ে তিন উইকেটে। প্রতিপক্ষের রাইসিব নজাখেকে আউট করার সঙ্গেই রেকর্ডে পৌঁছে গেলেন এই ফার্স্ট বোলার। আগের দু’জন শিকার ছিলেন নাদিন দে ক্লার্ক ও মাসাবাতা ক্লাস।  

২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল ঝুলনের। তাকেই একটা সময় দ্রুততম বোলার হিসেবে ভাবা হতো। ওয়ানডেতে তার সেরা ৩১ রানে ৬ উইকেট। ঝুলনের ঝুলিতে রয়েছে সব ফরম্যাট মিলে ২৭১টি আন্তর্জাতিক উইকেট। এ ছাড়া রয়েছে আইসিসির সেরা ক্রিকেটার, ও ভারতীয় অর্জুন ও পদ্মশ্রীর মতো সম্মানও। ঝুলনকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই ও আইসিসি।  

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ১০ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।