২০১৭ সালের মার্চে হঠাৎ করেই ব্যক্তিগত কারণে আইসিসির চেয়ারম্যানের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ভারতীয় আইজীবী মানোহর। তবে পরবর্তীতে তিনি একই পদে থাকতে আগ্রহ দেখান কিন্তু শুধুমাত্র জুন পর্যন্ত।
গত মাসেই আইসিসির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। যেখানে সদস্য দেশগুলোর মধ্যে অর্থের সমবন্টন করা হয়। তবে এতে শুধুমাত্র ভারত রাজি না হলে শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে পরাজয় হয় বিসিসিআইয়ের।
এছাড়া গঠনতন্ত্রের আরেকটি ভোটেও নাকানি-চুবানি খায় ভারত। আর এই আইন পরিবর্তনে বড় ধরনের ভূমিকা রাখেন মানোহর। যাকে কিনা ভারতীয়রা দেশদ্রোহী বলতেও ছাড়েননি। কিন্তু সিদ্ধান্তে অটল থাকেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ১০ মে, ২০১৭
এমএমএস