ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে ইতিবাচক অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
বাংলাদেশ সফরে ইতিবাচক অস্ট্রেলিয়া ছবি:সংগৃহীত

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে জল কম ঘোলা হলো না। নিরাপত্তা অযুহাতে একের পর এক টালবাহানা করেই যাচ্ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অবশেষে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানান, বাংলাদেশ সফরের ব্যাপারে ‘সব কিছু ঠিক চলছে’ শুধুমাত্র সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি ও সূচির জন্য অপেক্ষা।

চলতি বছরের আগস্টের শেষে ঢাকা ও চট্টগ্রামে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। আর এতদিন গড়িমসি করলেও এই সফরের ব্যাপারে এখন বেশ আত্মবিশ্বাসী সাদারল্যান্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে সাদারল্যান্ড বলেন, ‘আমরা সফরের বিস্তারিত ব্যাপার নিয়ে কাজ করছি। সফরের এক ধরনের প্রস্তুতি নিয়ে আমি খুশি। তবে আমরা এখনও নিরাপত্তার কিছু ব্যাপার নিয়ে কাজ করছি। ’

তিনি আরও বলেন, ‘স্বাগতিক দেশ সূচি ও দিন তারিখ ঠিক করেছে। আর আমাদের পক্ষ থেকে সব ঠিক চলছে। নিরাপত্তার দিকটাই বিবেচ্য। আমরা আমাদের সকল ধরনের পর্যাবেক্ষণ সম্পন্ন করেছি। এছাড়া ফরেন অ্যাফেয়ার্স ও অনান্য গর্ভমেন্ট এজেন্সির সঙ্গে কাজ করছি। আমরা আত্মবিশ্বাসী সফরটি হবে। ’

এই সফরটি মূলত হওয়ার কথা ছিল ২০১৫ সালে। তবে সে সময় নিরাপত্তার অযুহাতে বাংলাদেশে অাসেনি তারা। পরবর্তীতে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি সিএ।  

কিন্তু একই সময় আবার অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দল বাংলাদেশে এসে খেলে গেছে। সফরের শঙ্কা থাকলেও ইংল্যান্ড বাংলাদেশে এসে পূর্ণাঙ্গ সফর করে।  

অজিরা ২০১৬ সালে সর্বশেষ বাংলাদেশে পূর্ণাঙ্গ সফর করে। সেবার দুই ম্যাচের টেস্টের পর খেলা হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজও। তবে ২০১১ সালে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ক্যাঙ্গারুরা।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ১০, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।