ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

যেখানে তৃপ্ত শিকারি সানি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, মে ১০, ২০১৭
যেখানে তৃপ্ত শিকারি সানি আরাফাত সানি (বামে)/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের (ডিপিএল) চলতি মৌসুমটা দুর্দান্ত যাচ্ছে প্রাইম দোলেশ্বর স্পিনার আরাফাত সানির। বল হাতে ব্যাটসম্যানদের প্যাভিলনের পথ দেখিয়ে স্বপ্ন ভেঙ্গে দিচ্ছেন অহরহ। সানির বল যেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাছে এক মূর্তমান ত্রাস! আর এমন দুধর্ষ বোলিং করে এবারের মৌসুমে এই পর্যন্ত ৮ ম্যাচ খেলে ইতোমধ্যেই হস্তগত করেছেন ২২টি উইকেট।

প্রথম রাউন্ডে এখনও ৩টি ম্যাচ বাকি। এরপর সুপার লিগের ৫টিসহ আরও ৮টি ম্যাচে তার বোলিং ভেলকি দেখানোর সুযোগ আছে।

তবে সানি শোনালেন অন্য কথা। তার নাকি এবারের লিগের লক্ষ্য ইতোমধ্যেই পূরণ হয়ে গেছে। কেননা লিগের প্রথম পর্বের ১১ ম্যাচ থেকে তার লক্ষ্য ছিল ২২টি উইকেট যা ইতোমধ্যেই অর্জিত হয়েছে।

এই ২২ উইকেটের পর আসন্ন ম্যাচগুলোতে যদি আর কোন  উইকেট নাও পান তাতে কোন আক্ষেপ থাকবে না। আর যদি পান সেটা তার কাছে বোনাস, ‘এখন পযন্ত লিগের সর্বোচ্চ উইকটশিকারি আছি। এটা অবশ্যই ভালো লাগার একটা বিষয়। যে লক্ষ্য ছিল লিগে সেটা আমি ইতোমধ্যেই অর্জন করেছি। বাকি ম্যাচগুলোতে যে উইকেটগুলো পাব সেটা আমার কাছে বোনাস। ’

বুধবার (১০ মে) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে দলের অনুশীলন শেষে গণমাধ্যমকে তিনি এমনটি জানান।

প্রিমিয়ার লিগের ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে সানির প্রাইম দোলেশ্বর। যা দলটিকে সুপার সিক্সে খেলার হাতছানি দিচ্ছে। আর সুপার সিক্সে খেলতে পারলেই নাকি দোলেশ্বরের  এবারের লিগের প্রত্যাশা পূরণ হবে বলে জানালেন এই দোলেশ্বর বোলার।

‘আমরা যদি সুপার লিগ খেলতে পারি এটাই হবে আমাদের বড় পাওয়া। আমরা একবারও বলি নাই চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বা ফাইট দেব। আমরা পারফম করছি, দেখা যাক কী হয়। চ্যাম্পিয়ন হলেও হতে পারি। ’

আরাফাত সানি জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছরের ১৬ মার্চ। ইডেন গার্ডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে ওই যে দল থেকে বাদ পড়লেন আজও ফেরা হয়নি! যদিও তিনি অ্যাকশন শুধরে নিয়মিতই ঘরোয়া ক্রিকেট খেলছেন। তবে জাতীয় দলে ডাক পাচ্ছেন না।

কিন্তু এই বিষয়টি নিয়ে একেবারেই হতাশ নন এই অফস্পিনার, ‘আমি এক ফোটাও হতাশ না। এটা হতেই পারে একটা প্লেয়ারের জন্য। টিম থেকে বের হবে আবার ঢুকবে। সেটাই স্বাভাবিক। আমি যদি এখানে পারফর্ম করে সর্বোচ্চ উইকেট পাই তবে অবশ্যই নির্বাচকরা আমাকে কামব্যাক করাতে পারবেন। ’

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ১০ মে, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।