প্রথম রাউন্ডে এখনও ৩টি ম্যাচ বাকি। এরপর সুপার লিগের ৫টিসহ আরও ৮টি ম্যাচে তার বোলিং ভেলকি দেখানোর সুযোগ আছে।
এই ২২ উইকেটের পর আসন্ন ম্যাচগুলোতে যদি আর কোন উইকেট নাও পান তাতে কোন আক্ষেপ থাকবে না। আর যদি পান সেটা তার কাছে বোনাস, ‘এখন পযন্ত লিগের সর্বোচ্চ উইকটশিকারি আছি। এটা অবশ্যই ভালো লাগার একটা বিষয়। যে লক্ষ্য ছিল লিগে সেটা আমি ইতোমধ্যেই অর্জন করেছি। বাকি ম্যাচগুলোতে যে উইকেটগুলো পাব সেটা আমার কাছে বোনাস। ’
বুধবার (১০ মে) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে দলের অনুশীলন শেষে গণমাধ্যমকে তিনি এমনটি জানান।
প্রিমিয়ার লিগের ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে সানির প্রাইম দোলেশ্বর। যা দলটিকে সুপার সিক্সে খেলার হাতছানি দিচ্ছে। আর সুপার সিক্সে খেলতে পারলেই নাকি দোলেশ্বরের এবারের লিগের প্রত্যাশা পূরণ হবে বলে জানালেন এই দোলেশ্বর বোলার।
‘আমরা যদি সুপার লিগ খেলতে পারি এটাই হবে আমাদের বড় পাওয়া। আমরা একবারও বলি নাই চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বা ফাইট দেব। আমরা পারফম করছি, দেখা যাক কী হয়। চ্যাম্পিয়ন হলেও হতে পারি। ’
আরাফাত সানি জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছরের ১৬ মার্চ। ইডেন গার্ডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে ওই যে দল থেকে বাদ পড়লেন আজও ফেরা হয়নি! যদিও তিনি অ্যাকশন শুধরে নিয়মিতই ঘরোয়া ক্রিকেট খেলছেন। তবে জাতীয় দলে ডাক পাচ্ছেন না।
কিন্তু এই বিষয়টি নিয়ে একেবারেই হতাশ নন এই অফস্পিনার, ‘আমি এক ফোটাও হতাশ না। এটা হতেই পারে একটা প্লেয়ারের জন্য। টিম থেকে বের হবে আবার ঢুকবে। সেটাই স্বাভাবিক। আমি যদি এখানে পারফর্ম করে সর্বোচ্চ উইকেট পাই তবে অবশ্যই নির্বাচকরা আমাকে কামব্যাক করাতে পারবেন। ’
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ১০ মে, ২০১৭
এইচএল/এমআরএম