ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

নিজের রেকর্ড ভাঙতে চান রকিবুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মে ১০, ২০১৭
নিজের রেকর্ড ভাঙতে চান রকিবুল নিজের রেকর্ড ভাঙতে চান রকিবুল-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের চলতি মৌসুমে আবাহনীর বিপক্ষে ১৩৮ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের অধিনায়ক রকিবুল হাসান। তার দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে ওই দিন লাইন হারিয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছিল আবাহনীর বোলাররা।

রকিবুলের এই ১৯০ রানের ইনিংসটি বাংলাদেশর লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে এ যাবতকালের সর্বোচ্চ। তবে উল্লেখ করার  বিষয় হল এখানেই থামতে চাইছেন না এই মোহামেডান দলপতি।

২শ’ রান করে চাইছেন নিজের রকর্ডটি নিজেই ভেঙে দিতে।

‘রেকর্ড হয় রেকর্ড ভাঙার জন্য। ২শ’ রান হতেও পারে। কঠিন কিছু না। যেমন ক্রিকেট আমাদের দেশে হচ্ছে তাতে ২শ’ হওয়া খুবই সহজ। ’ বুধবার (১০ মে) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শেষে এমন প্রত্যয় ব্যক্ত করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

এদিকে ইতিহাস সৃষ্টিকারী এই ইনিংস খেলে দারুণ গর্বিত রকিবুল। এমন ব্যাটিং ভবিষ্যতে আরও বড় বড় ইনিংস খেলার তাগিদ তৈরি করবে বলেও মত তার।

জাতীয় দলে সুযোগ না পাওয়া রকিবুল বলেন, ‘অবশ্যই এমন বড় ইনিংস ভাল খেলার তাগিদ তৈরী করে দেয়। সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়েছে এবং ক্রিকেটারদেও মানসিকতার পরিবর্তন হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমার ১৯০ রানের ইনিংসটির জন্য আমি গর্ববোধ করছি। ’

আর প্রিমিয়ার লিগের এমন ধারালো ব্যাটিংই রকিবুলকে জাতীয় দলে ফেরার আত্মবিশ্বাস যোগাচ্ছে। ‘প্রতিটি খেলাই আসলে একটি খেলোয়াড়ের জন্য সুযোগ বয়ে আনে। সে যদি খুব ভাল খেলে তখনই কিন্তু সবাই বিবেচনায় আনে। আমি যেখানে খেলছি সেখানে আমি আমার সেরা খেলাটি খেলতে চাই। বাদ বাকি বিবেচনা নির্বাচকরা করবেন। ’

জাতীয় দল লক্ষ্য কি না, এমন প্রশ্নের জবাবে রকিবুল বলেন? ‘সত্যি কথা বলতে আমি এখন প্রিমিয়ার লিগে নিয়ে ভাবছি। তাছাড়া মোহামেডানে আমাকে বড় একটি দায়িত্ব দেয়া হয়েছ। আমি চেষ্টা করছি সেই দায়িত্ব পালন করতে। দলের অধিনায়ক হিসেবে নিজের শতভাগ দায়িত্ব নিয়ে ভাবছি। ব্যাটিংয়ে যেভাবে আমার দলের জন্য অবদান রাখছি সেটাও আমার ভাল লাগছে। দল ভাল অবস্থায় যাক আমি চেষ্টাই করবো। দলের অন্যান্যরাও কঠোর পরিশ্রম করছে। আমি চাচ্ছি আমার ইনিংসটিকে বড় করার জন্য। ’

লিগের শেষ পর্যন্ত এমন ব্যাটিং অব্যাহত রাখত চান? জবাবে তিনি বলেন, ‘অবশ্যই যে ইনিংসটি আমি খেলেছি এরপরে আমি যদি আমার এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারি সেটা আমার জন্য অনেক বড় একটি অর্জন হবে। ’ 

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে এই পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নাম্বারে আছে রকিবুল হাসানের মোহামেডান।  

দলের কান্ডারি হিসেবে লিগের বাদ বাকি ম্যাচগুলোতেও নিজের এমন উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিয়ে দলকে টেবিলের সম্মানজনকস্থানে পৌঁছে দিতে চাইছেন রেকর্ড বয় রকিবুল।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১০ মে ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।