ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নাফিসের রান আক্ষেপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
নাফিসের রান আক্ষেপ শাহরিয়ার নাফিস

ঢাকা: বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের গত তিনটি মৌসুমেই ব্যাট হাতে দারুণ ধারাবাহিক ছিলেন শাহরিয়ার নাফিস। বিসিএল, এনসিএল, প্রিমিয়ার লিগ এমনকি বিপিএলের গত আসরেও তার ব্যাট কথা বলেছে। নাফিসের ঝড়ো ব্যাটিংয়ে তুলোধুনো হননি এমন বোলার খুব কমই পাওয়া যাবে।

তবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে যেন সেই নাফিসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লিগে এই পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ৩৬ গড়ে রান করেছেন ২৫২।

কোন সেঞ্চুরি নেই। গত ২ মে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৭৮ রানের ইনিংস। এটিই এবারের লিগে তার সবেধন নীল মনি হিসেবে জ্বলছে।

ঠিক এই বিষয়টি নিয়েই যত আক্ষেপ এই বাহাতি স্টাইলিশ ব্যাটসম্যানের। ‘৮ রাউন্ড শেষে বড় কোন ইনিংস খেলতে পারিনি। সর্বোচ্চ অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলেছি। এই ৮টি রাউন্ডের ভেতরে যদি এমন হতো একটি সেঞ্চুরি ৪টা হাফ সেঞ্চুরি করেছি তাহলে আরেকটু সন্তোষজনক হতো। ’

তবে আশার কথা হল এমন রান খড়ার মধ্য দিয়ে দিনাতিপাত করেও হতাশ নন এই দোলেশ্বর টপ অর্ডার। এর মধ্যেও ইতিবাচক দিকটি তিনি ঠিকই খুঁজে পেয়েছেন। আর সেটি হল রানে ফেরা। কেননা এবারের লিগের একেবারে প্রথম ম্যাচেই পারটেক্স স্পোটিংয়ের বিপক্ষে নেমে ড্রেসিংরুমে ফিরেছিলেন একেবারে শূন্য হাতে।

ওই একটি ম্যাচই যা। এরপর ১৬, ৩১, ৩৬ করে রানে ফিরেছেন। যা দিনশেষে তাকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। ‘পজিটিভ দিক হল প্রথম ম্যাচ ছাড়া বাদ বাকি সবকটিতেই কিছু না কিছু রান করেছি। ’

নাফিস বরাবরেই আশাবাদীদের দলে। ক্যারিয়ারে অনেক ঝড় ঝঞ্জার ভেতর দিয়ে গিয়েও নিজের উপরে বিশ্বাস হারাননি। আর সেই আত্মবিশ্বাসের বলেই বলীয়ান হয়েই চাইছেন লিগের বাদবাকি ম্যাচগুলো দিয়ে রান আক্ষেপ ঘোচাতে ঠিক যেমনটি তিনি প্রত্যাশা করেছেন। ‘প্রথম রাউন্ডে আরও তিনটি ম্যাচ আছে যেখানে দলের জন্য অবদান রাখতে ব্যাটিং করবো। এই তিন রাউন্ডেই বড় ইনিংসের আক্ষেপ ঘোচাতে চেষ্টা করবো। ’

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এই পর্যন্ত ৮ ম্যাচে, ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নাম্বারে অবস্থান করছে নাফিসের প্রাইম দোলেশ্বর। যা দলটির সুপার সিক্সের পথ অনকটাই সুগম করে দিয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ১০ মে ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।