সাব্বির রহমানের সেঞ্চুরিতে ছুড়ে দেওয়া ৩৯৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিক দল অলআউট হয়েছে ৪১.২ ওভারে ১৯৫ রানে।
টাইগারদের হয়ে মাশরাফি, মোস্তাফিজ, রুবেল হোসেন ও সাকিব আল হাসান ২টি করে, আর শুভাশীষ রায় ও সৌম্য সরকার নিয়েছেন ১টি করে উইকেট।
এর আগে বুধবার (১০ মে) বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে স্বাগতিক আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে টস জিতে ব্যাটিং নামে সফরকারী বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে সাব্বির রহমানের ৮৬ বলে ১০০ রানের ঝড়ো ইনিংস ও তামিম ইকবালের ৭৪ বলে ৮৬ রানের ইনিংসে ৭ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে ৩৯৪ রানের বিশাল সংগ্রহ গড়ে সফরকারী বাংলাদেশ।
টাইগারদের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এ রান সংগ্রহ করতে রিয়াদ খেলেছেন ৩১ বল।
আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ব্যাট থেকে এসেছে ৪৪ রান। যা তিনি সংগ্রহ করেছেন ২৭ বলে।
বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, ১১ মে ২০১৭
এইচএল/জেডএস