ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে টাইগারদের বড় জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ১০, ২০১৭
প্রস্তুতি ম্যাচে টাইগারদের বড় জয় প্রস্তুতি ম্যাচে টাইগারদের বড় জয়-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভেসের বিপক্ষে ১৯৯ রানের বড় জয়ে ত্রিদেশীয় সিরিজের আগে নিজেদের সেরা প্রস্তুতির জানান দিল বাংলাদেশ।

সাব্বির রহমানের সেঞ্চুরিতে ছুড়ে দেওয়া ৩৯৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিক দল অলআউট হয়েছে ৪১.২ ওভারে ১৯৫ রানে।

 টাইগারদের হয়ে মাশরাফি, মোস্তাফিজ, রুবেল হোসেন ও সাকিব আল হাসান ২টি করে, আর শুভাশীষ রায় ও সৌম্য সরকার নিয়েছেন ১টি করে উইকেট।


  
এর আগে বুধবার (১০ মে) বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে স্বাগতিক আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে টস জিতে ব্যাটিং নামে সফরকারী বাংলাদেশ।
 
ব্যাটিংয়ে নেমে সাব্বির রহমানের ৮৬ বলে ১০০ রানের ঝড়ো ইনিংস ও তামিম ইকবালের ৭৪ বলে ৮৬ রানের ইনিংসে ৭ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে ৩৯৪ রানের বিশাল সংগ্রহ গড়ে সফরকারী বাংলাদেশ।
 
টাইগারদের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এ রান সংগ্রহ করতে রিয়াদ খেলেছেন ৩১ বল।

আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ব্যাট থেকে এসেছে ৪৪ রান। যা তিনি সংগ্রহ করেছেন ২৭ বলে।
 
বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, ১১ মে ২০১৭
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।