ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি বাধার পর আজহারের প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, মে ১১, ২০১৭
বৃষ্টি বাধার পর আজহারের প্রতিরোধ আজহারের প্রতিরোধ-ছবি:সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার সিরিজে তৃতীয় টেস্টের প্রথম দিনটি বৃষ্টি বাধায় পড়েছে। মোটে খেলা হয়েছে ৬৯ ওভার। যেখানে দুই উইকেট হারিয়ে ১৬৯ রান করেছে আগে ব্যাট করা পাকিস্তান। ৮৫ রান করে অপরাজিত আছেন ওপেনার আজহার আলী।

ডোমিনিকায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সফরকারীরা। দলীয় ১৯ রানের মাথায় ওপেনার শান মাসুদকে হারায় তারা।

তবে দ্বিতীয় উইকেট জুটিতে ১২০ রান তোলেন আজহার-বাবর আজম জুটি।  

ব্যক্তিগত ৫৫ রান করে বিদায় নেন বাবর। মাঝে মধ্যাহ্ন বিরতির পর দুই দফা বৃষ্টি হয়। কিন্তু ব্যাটিংয়ে অবিচল থাকেন আজহার। ক্যারিয়ারের বিদায়ী টেস্ট খেলতে নামা ইউনিস খানকে সঙ্গী করে দিনের বাকি সময় কাটিয়ে দেন। ইউনিস ১০ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ১১ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।