২০১১ বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়া যুবরাজ ২০০৬ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন। এরপর ২০০৯ ও ২০১৩ সালে এই টুর্নামেন্টে খেলেননি টিম ইন্ডিয়ার এই বাঁহাতি অলরাউন্ডার৷
যুবরাজ জানান, ‘আইসিসির ৫০ ওভারের টুর্নামেন্টে ভারতীয় দলে ফের জায়গা পেয়ে আমি উচ্ছ্বসিত।
আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজের অভিষেক হয়েছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই। ২০০০ সালে কেনিয়ায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে নেমেছিলেন। বল হাতে অভিষেক ম্যাচে ৪ ওভারে দিয়েছিলেন ১৬ রান, ছিলেন উইকেট শূন্য। তবে, ব্যাট হাতে নামা হয়নি ৮ উইকেটে জয় পাওয়া ম্যাচটিতে।
এবার গ্রুপ ‘বি’তে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। ৪ জুন এজবাস্টনের বার্মিংহামে লড়বে বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ১১ মে ২০১৭
এমআরপি