ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির পর ক্ষমা চাইলেন গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, মে ১১, ২০১৭
কোহলির পর ক্ষমা চাইলেন গেইল ক্ষমা চাইলেন গেইল-ছবি:সংগৃহীত

বিরাট কোহলির পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল। চলতি আইপিএলে দলের বাজে ফলাফলের জন্য এই ক্ষমা চাওয়া। এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১০ হার ও দুটি জয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে ব্যাঙ্গালুরু। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে এক পযেন্ট পায় তারা।

গেইল জানান, ‘সমর্থকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। এ মৌসুমে আমরা একদমই ভালো খেলতে পারিনি।

নিজের পারফরম্যান্স এবং পুরো দলের পারফরম্যান্সে আমি হতাশ। আশা করি আগামী মৌসুমে দল ঘুরে দাঁড়াবে এবং ভালো ফল করবে। ’

দলের খারাপ সময়েও সমর্থকরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এই জ্যামাইকান। তিনি বলেন, ‘দলের এই খারাপ সময়েও সমর্থকরা মাঠে এসে আমাদের সমর্থন করেছেন, মনোবল বাড়িয়েছেন। এজন্য তাদের অসংখ্য ধন্যবাদ। ’

শুধু ব্যাঙ্গালুরুর জন্যই নয়, এ মৌসুমটা মোটেও ভালো যায়নি গেইলের। গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচ ছাড়া চলতি আইপিএলে সেভাবে ক্যারিবীয়ান ঝড় দেখা যায়নি তার ব্যাট থেকে। ৮টি ম্যাচ খেলে গেইলের সংগ্রহ ১৫২ রান। সর্বোচ্চ গুজরাটের বিপক্ষে খেলা ৭৭ রানের লড়াকু ইনিংস।  

প্রসঙ্গত কিছু দিন আগেই দলের এই খারাপ পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন অধিনায়ক কোহলি। জানান, এই মৌসুমে নিঃশর্তভাবে ভালোবাসা আর সমর্থন জানানোর জন্য বেঙ্গালুরুর সকল সমর্থকদের ধন্যবাদ জানাই। ক্ষমা চাচ্ছি, আমরা আমাদের মানের সঙ্গে খেলতে পারিনি বলে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ১১ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।