গেইল জানান, ‘সমর্থকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। এ মৌসুমে আমরা একদমই ভালো খেলতে পারিনি।
দলের খারাপ সময়েও সমর্থকরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এই জ্যামাইকান। তিনি বলেন, ‘দলের এই খারাপ সময়েও সমর্থকরা মাঠে এসে আমাদের সমর্থন করেছেন, মনোবল বাড়িয়েছেন। এজন্য তাদের অসংখ্য ধন্যবাদ। ’
শুধু ব্যাঙ্গালুরুর জন্যই নয়, এ মৌসুমটা মোটেও ভালো যায়নি গেইলের। গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচ ছাড়া চলতি আইপিএলে সেভাবে ক্যারিবীয়ান ঝড় দেখা যায়নি তার ব্যাট থেকে। ৮টি ম্যাচ খেলে গেইলের সংগ্রহ ১৫২ রান। সর্বোচ্চ গুজরাটের বিপক্ষে খেলা ৭৭ রানের লড়াকু ইনিংস।
প্রসঙ্গত কিছু দিন আগেই দলের এই খারাপ পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন অধিনায়ক কোহলি। জানান, এই মৌসুমে নিঃশর্তভাবে ভালোবাসা আর সমর্থন জানানোর জন্য বেঙ্গালুরুর সকল সমর্থকদের ধন্যবাদ জানাই। ক্ষমা চাচ্ছি, আমরা আমাদের মানের সঙ্গে খেলতে পারিনি বলে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ১১ মে, ২০১৭
এমএমএস