ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

এবারের আসরে ব্যতিক্রম শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, মে ১১, ২০১৭
এবারের আসরে ব্যতিক্রম শোয়েব মালিক ছবি: সংগৃহীত

ইতোমধ্যেই বেজে উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যুদ্ধের দামামা। দলও ঘোষণা শেষ। এবারের আসরে একমাত্র ব্যতিক্রমী ক্রিকেটার হিসেবে থাকছেন পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার শোয়েব মালিক।

ইংল্যান্ডের মাটিতে আগামী ০১ জুন বসতে যাচ্ছে আইসিসির এই মেগা ইভেন্ট। বিশ্বসেরা আট দলের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী ১৮ জুন পর্যন্ত।

ওভালে ফাইনালের মধ্যদিয়ে এবারের আসরের পর্দা নামবে।

পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক এবারও দলে ঠাঁই করে নিয়েছেন। যার মধ্যদিয়ে শোয়েব মালিক টানা ছয়টি আসরে খেলার যোগ্যতা অর্জন করতে যাচ্ছেন। এবারের আসরের একমাত্র ক্রিকেটার হিসেবে দারুণ এই মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় পাকিস্তানের এই অলরাউন্ডার।

এর আগে আরও আট ক্রিকেট কিংবদন্তি এমন মাইলফলক স্পর্শ করেছেন। ছয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ভারতের রাহুল দ্রাবিড়, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি, দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার, জ্যাক ক্যালিস, শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধানে আর কুমার সাঙ্গাকারা।

২০০২ সালে কলোম্বোতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার খেলেন শোয়েব মালিক। এরপর ২০০৪ ও ২০১৩ ইংল্যান্ডে বসা এই মেগা ইভেন্টের মধ্যমনি ছিলেন পাকিস্তানের এই তারকা। ২০০৬ সালে ভারতের মাটিতে খেলেছেন শোয়েব মালিক। আর ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার আসরেও খেলেছিলেন।

মেগা এই ইভেন্টে আরেবকার অংশ নিতে যাওয়া শোয়েব মালিক জানান, ‘পাকিস্তানের এবারের স্কোয়াডে থাকায় আমি খুবই খুশি। চ্যাম্পিয়ন্স ট্রফি দারুণ একটি ইভেন্ট। যারা ছয়টি করে ইভেন্ট খেলেছেন তারা ক্রিকেটের এক একজন লিজেন্ড। আমি সম্মানিত বোধ করছি অন্যসব লিজেন্ডদের সঙ্গে থাকার সুযোগ পেয়ে। ’

শোয়েব আরও যোগ করেন, ‘বিভিন্ন কারণে পাকিস্তানের জন্য সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা চেষ্টা করবো আমাদের ওয়ানডে দলটিকে আরও ওপরে নিয়ে যেতে। ২০১৯ বিশ্বকাপে দৃষ্টি রেখে এই ইভেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই, সেটি ব্যাটে হোক কিংবা বোলিংয়ে। দলে তরুণ ক্রিকেটার যারা আছে, তাদের সহায়তা করতে চাই। কারণ পুরো বিশ্ব তাদের ট্যালেন্ট দেখার জন্য অপেক্ষায় আছে। ’

৩৫ বছর বয়সী শোয়েব মালিক চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে খেলেছেন ১৫ ম্যাচ। যেখানে বল হাতে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৩২৬ রান।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ১১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।