ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বিরাটের নেতৃত্বে শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, মে ১১, ২০১৭
বিরাটের নেতৃত্বে শচীন বিরাটের নেতৃত্বে শচীন-ছবি:সংগৃহীত

তৈরি হলো একাদশ। আছেন দ্বাদশ ক্রিকেটারও। তবে কোনো ম্যাচের জন্য নয়। নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টরি সাজালেন তার সর্বকালের সেরা একাদশ।

আছেন সাবেক থেকে শুরু করে বর্তমান তারকারাও। এই দলেই বিরাট কোহলির নেতৃত্বে আছেন শচীন টেন্ডুলকার।

দলে সর্বোচ্চ চারজন আছেন অস্ট্রেলিয়ান। তিন ক্রিকেটারকে রাখা হয়েছে ভারত থেকে। তবে ভেট্টরি নিজ দেশের মাত্র একজনকেই রেখেছেন। তিনি আবার দেশটির সর্বকালের সেরা ক্রিকেটার স্যার রিচার্ড হ্যাডলি।

ভেট্টরির সর্বকালের সেরা একাদশ: রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, গ্লেন ম্যাকগ্রা, স্যার রিচার্ড হ্যাডলি এবং জ্যাক ক্যালিস (দ্বাদশ খেলোয়াড়)।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ১১ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।