ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, মে ১১, ২০১৭
ত্রিদেশীয় সিরিজের সময়সূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আগামী ১ জুন ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে আগামীকাল (১২ মে) আয়ারল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও এতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করার সুযোগ পাচ্ছে টাইগার ও কিউইরা।

এক ম্যাচ নিষেধাজ্ঞার কারণে মাশরাফির বদলে এই ম্যাচটিতে টাইগারদের জার্সিতে অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান।

গত শ্রীলঙ্কা সফরে দারুণ কাটিয়েছে বাংলাদেশ।

স্বাগতিকদের কাছে কোনো সিরিজই হারেননি মুশফিক-তামিম-মাশরাফি-সাকিবরা। তিনটি সিরিজই ড্র করেছে ১-১ ব্যবধানে। এবার টাইগারদের মিশন ত্রিদেশীয় সিরিজ।

১২ মে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। ১৯ মে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আবার মাঠে নামবে আইরিশদের বিপক্ষে। তার আগে ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে মাশরাফি বাহিনী। আর নিজেদের শেষ ম্যাচে ২৪ মে কিউইদের বিপক্ষে লড়াইয়ে নামবে টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজে একটি দল চারটি করে ম্যাচ খেলতে পারবে। প্রতিটি দল পরস্পরের সাথে দুইবার মোকাবেলা করার সুযোগ পাবে। টুর্নামেন্টে কোনো ফাইনাল ম্যাচ থাকছে না। ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ডাবলিনে। বাংলাদেশ সময় অনুযায়ী বিকাল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে প্রতিটি ম্যাচ।

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি
১২ মে: বাংলাদেশ-আয়ারল্যান্ড, বিকেল ৩ টা ৪৫ মিনিট
১৪মে: নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড, বিকেল ৩ টা ৪৫ মিনিট
১৭ মে: বাংলাদেশ-নিউজিল্যান্ড, বিকেল ৩ টা ৪৫ মিনিট
১৯ মে: বাংলাদেশ-আয়ারল্যান্ড, বিকেল ৩ টা ৪৫ মিনিট

২১ মে: নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড, বিকেল ৩ টা ৪৫ মিনিট
২৪ মে: বাংলাদেশ-নিউজিল্যান্ড, বিকেল ৩ টা ৪৫ মিনিট

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ১১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।