ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আগামী সপ্তাহে আসছে অজি নিরাপত্তা দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, মে ১১, ২০১৭
আগামী সপ্তাহে আসছে অজি নিরাপত্তা দল ছবি:সংগৃহীত

বাংলাদেশ সফর নিয়ে ধীরে ধীরে বেশ ইতিবাচকই হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরের সফরকে কেন্দ্র করে আগামী সপ্তাহেই নিরাপত্তা দল পাঠাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে অজিরা।

অজি নিরাপত্তা দল আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তিনি জানান, সফরের প্রস্তুতি সম্পন্ন করতে সিএ একটি নিরাপত্তা দল পাঠাবে।

নিজামউদ্দিন আরও বলেন, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো দলগুলো সব সময়ই প্রতিটি সফরের পূর্ব প্রস্তুতি নিয়ে থাকে। এরই ধারাবাহিকতা ক্রিকেট অস্ট্রেলিয়া এ মাসের মাঝে একটি দল পাঠাবে। তারা মূলত এখানকার নিরাপত্তা ব্যবস্থা ও তাদের সুযোগ-সুবিধা দেখবে। এই নিরাপত্তা দল সব কিছুতে সন্তুষ্ট হলেই অফিসিয়ালি সফরের সবুজ সংকেত দেবে। ’

এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী গত সোমবার এক রকম সবুজ সংকেত দিয়েই বলেন, ‘আমরা সফরের বিস্তারিত ব্যাপার নিয়ে কাজ করছি। সফরের এক ধরনের প্রস্তুতি নিয়ে আমি খুশি। তবে আমরা এখনও নিরাপত্তার কিছু ব্যাপার নিয়ে কাজ করছি। ’

তিনি আরও বলেছিলেন, ‘স্বাগতিক দেশ সূচি ও দিন তারিখ ঠিক করেছে। আর আমাদের পক্ষ থেকে সব ঠিক মতোই চলছে। নিরাপত্তার দিকটাই বিবেচ্য। আমরা আমাদের সকল ধরনের পর্যবেক্ষণ সম্পন্ন করেছি। এছাড়া ফরেন অ্যাফেয়ার্স ও অন্যান্য গর্ভমেন্ট এজেন্সির সঙ্গে কাজ করছি। আমরা আত্মবিশ্বাসী সফরটি হবে। ’ 

এদিকে চলতি মাসের শুরুতে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানান, গত মাসে দুবাইয়ে আইসিসির সভায় সিএ’র মুখপাত্র ডেভিড পিভার অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ব্যাপারটি ব্যক্তিগতভাবে নিশ্চিত করেছিলেন।

সূচি অনুযায়ী ১৮ আগস্ট ঢাকায় এসে পৌঁছাবে অস্ট্রেলিয়া। পরে ২২ থেকে ২৪ আগস্ট চট্টগ্রামে একটি প্রস্তুতি ম্যাচ সারবে দলটি। যেখানে ২৭ থেকে ৩১ আগস্ট চট্টগ্রামেই প্রথম টেস্ট অনুষ্টিত হবে। আর ৪ থেকে ৯ সেপ্টেম্বর মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্টিত হবে।

অজিরা ২০১৬ সালে সর্বশেষ বাংলাদেশে পূর্ণাঙ্গ সফর করে। সেবার দুই ম্যাচের টেস্টের পর খেলা হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজও। তবে ২০১১ সালে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ক্যাঙ্গারুরা।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১১ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।