ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবসরের পর কোচ হচ্ছেন ইউনিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, মে ১১, ২০১৭
অবসরের পর কোচ হচ্ছেন ইউনিস অবসরের পর কোচ হচ্ছেন ইউনিস-ছবি:সংগৃহীত

ক্রিকেট থেকে অবসরের পর আফগানিস্তান জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ইউনিস খান। আফগানিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান আতিফ মাশহাল এমনটি নিশ্চিত করেন।

পাকিস্তানের ডন নিউজের এক সাক্ষাতকারে মাশহাল বলেন, ‘আফগান ক্রিকেট দলের কোচ হতে নিজের ইচ্ছে প্রকাশ করেছেন ইউনিস। আর আমাদের বোর্ড এখন এই চুক্তিটি চূড়ান্ত করছে।

ইউনিস বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলছেন। এই সিরিজেই প্রথম পাকিস্তানি হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ডানহাতি ব্যাটনম্যান ইউনিস। ১১৬ টেস্টে এমন কীর্তি গড়েন তিনি।

এর আগে গত বছর ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ২১৮ রান করে ষষ্ঠবার টেস্টে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। পাকিস্তান কিংবদন্তি জাভেদ মিঁয়াদাদের সঙ্গে এই রেকর্ডটিতে ভাগ বসান তিনি।

৮ হাজারের বেশি রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ গড় ইউনিসের। তার আগে রয়েছেন কেবল শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা ও স্যার গ্যারি সোবার্স।

এর আগে আফগানিস্তা জাতীয় দলে তিনজন পাকিস্তানি কোচ ছিলেন। এরা হলেন ইনজামাম-উল-হক, রশিদ লতিফ ও কবির খান।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১১ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।