ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কুম্বলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মে ১১, ২০১৭
কুম্বলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড ছবি: সংগৃহীত

টিম ইন্ডিয়ার খেলোয়াড় হিসেবে অনীল কুম্বলে ছিলেন সফল ক্রিকেটার, কোচ হিসেবেও সফল এই ভারতীয় সাবেক দলপতি। তবে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ইভেন্ট শেষ হলেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিদ্ধান্ত নেবে কুম্বলের ভারতীয় দলে কোচ হিসেবে থাকা, না থাকা নিয়ে।

কুম্বলের অধীনে অপরাজেয় টিম ইন্ডিয়া। এখন পর্যন্ত কোনো সিরিজে হারেনি তার শিষ্যরা।

টিম ইন্ডিয়া কুম্বলের অধীনে পাঁচটি টেস্ট, দুটি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। সবগুলোতেই জয়-জয়কার।

টিম ইন্ডিয়ার ভক্ত-সমর্থকদের ভয়ের কিছু নেই। কোচের দায়িত্ব থেকে জোড়পূর্বক সরিয়ে দেওয়া হচ্ছে না কুম্বলেকে। তার সঙ্গে নতুন চুক্তিও করতে পারে বিসিসিআই। রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হয়ে গত বছর কুম্বলে ভারতের দায়িত্ব নেন। চলতি বছরের জুন পর্যন্ত তার সঙ্গে বোর্ডের চুক্তি রয়েছে।

বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা এ প্রসঙ্গে জানান, ‘হ্যাঁ, কুম্বলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার এক বছরের চুক্তির মেয়াদ শেষ হবে জুনে। তখন চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শেষ হয়ে যাবে। অবশ্যই তার সঙ্গে বোর্ড নতুন চুক্তি করতে আগ্রহী। কিন্তু, সেটা পুরোপুরি সিদ্ধান্ত নেবে বিসিসিআইয়ের জেনারেল বডি। ’

এদিকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সঞ্জয় বাঙ্গারকে। আর ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবেন এস শ্রীধার। তবে, তাদের শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দায়িত্ব দেওয়া হয়েছে।

কুম্বলের অধীনে পাঁচটি টেস্ট সিরিজে মোট ১৭টি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। ২০১৬-১৭ মৌসুমে খেলা এই টেস্ট সিরিজগুলোর ১২টি ম্যাচেই জিতেছে কুম্বলের শিষ্যরা। পুনেতে শুধুমাত্র একটি ম্যাচেই হেরেছে বিরাট কোহলির নেতৃত্বে থাকা ভারত।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবীয়ানদের বিপক্ষে কুম্বলের শিষ্যরা ২-০, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০, ইংল্যান্ডের বিপক্ষে ৪-০, বাংলাদেশের বিপক্ষে ১-০ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ এ সিরিজ জিতেছিল ভারতীয়রা। ওয়ানডের জার্সিগায়ে কুম্বলের ছাত্ররা দুটি সিরিজ খেলেছে। নিউজিল্যান্ডকে ৩-২ আর ইংল্যান্ডকে ২-০তে হারায় টিম ইন্ডিয়া। জিতেছিল একটি টি-টোয়েন্টি সিরিজেও।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ১১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।