ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

‘চ্যাম্পিয়নস ট্রফির আগে স্পিন কোচ নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মে ১১, ২০১৭
‘চ্যাম্পিয়নস ট্রফির আগে স্পিন কোচ নয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জুনে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এই মুহূর্তে ব্যস্ত সময় কাটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। প্লেয়ার ও কর্মকর্তা সবাই এখন আইসিসি’র আট জাতির মর্যাদাপূর্ণ এই আসরে দলের ভালো ফলাফল নিয়েই পরিকল্পনায় রত।

ফলে এই মুহূর্তে টাইগার দলের স্পিন কোচের নিয়োগ নিয়ে বিসিবি কিছুই ভাবছে না বলে জানালেন বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, ‘আমাদের শ্রীলঙ্কা সফরের সময় কোচ নেয়ার কথা ছিল। কিন্তু নিজের অসুবিধার জন্য নতুন কোচ আসতে পারেনি।

তাই আপাতত কোচ নিয়োগ দিচ্ছি না। চ্যাম্পিয়নস ট্রফির পর ভালো একজন কোচ নিয়োগ দেব। ’

বৃহস্পতিবার (১১ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে তিনি একথা বলেন।

আগের কোচ রুয়ান কালপাগে বরখাস্ত হওয়ার পর থেকেই একজন স্পিন কোচ খুঁজে আসছে বিসিবি। তেমন দক্ষ কাউকে না পেয়ে ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের কাছে সাহায্য চেয়েছিল বোর্ড। আর কুম্বলে প্রস্তাব করেছিলেন স্বদেশী সুনীল যোশীর নাম।

কিন্তু আকরামের কথায় মনে হলো যোশীকে নিয়োগ দেয়া হচ্ছে না, ‘বেশ কয়েকজনের সাথে আমাদের কথা চলছে। এরমধ্য থেকে বোর্ড যাকে দক্ষ ও যোগ্য মনে করবে তাকেই নিয়োগ দেয়া হবে। ’

উল্লেখ্য যে, বাংলাদেশ ক্রিকেটের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেও লঙ্কান কালপাগের মূল দায়িত্ব ছিল স্পিন কোচের। ছুটিতে গিয়ে না ফেরায় গত বছরের আগস্টে তাকে বরখাস্ত করে বিসিবি।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ১১ মে ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।