ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের পয়েন্টে ভাগ বসালো আইরিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মে ১২, ২০১৭
টাইগারদের পয়েন্টে ভাগ বসালো আইরিশরা বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে পরিত্যক্ত/ছবি: সংগৃহীত

বৃষ্টির কাছে আরও একবার হার মেনেছে ক্রিকেট। বৃষ্টির বাধায় ভেসে গেছে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে। ফলে, ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেনি; আবার জিততে পারেনি স্বাগতিক আয়ারল্যান্ডও।

ডাবলিনে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আইরিশদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে টাইগাররা। তিন ঘণ্টার বেশি সময় অপেক্ষা করে বাংলাদেশ সময় রাত পৌনে দশটার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

বাংলাদেশের পয়েন্টে ভাগ বসিয়ে স্বাগতিকরা পায় সমান দুই পয়েন্ট।

রোববার একই ভেন্যুতে মুখোমুখি হবে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড। আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে সেই ম্যাচে ফিরবেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বৃষ্টির আগে ৩১.১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে বাংলাদেশ। ব্যাটিংয়ে অপরাজিত ছিলেন তামিম ইকবাল (৬৪) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৪৩)।

দলীয় ৮ রানে পিটার চেজের বলে উইকেট বিলিয়ে দেন ওপেনার সৌম্য সরকার (৫)। একই বোলারের পরের ওভারে ক্যাচ দিয়ে কোনো রান না করে বিদায় নেন সাব্বির রহমান। ব্যারি ম্যাককার্থির বলে ১৩ রান করে বিদায় নেন মুশফিকুর রহিম।

চেজের তৃতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলীয় ৭০ রানের মাথায় ব্যক্তিগত ১৪ রান করে বিদায় নেন তিনি।

২১তম ওভারে দলীয় শতকের দেখা পায় বাংলাদেশ। পরে ক্যারিয়ারের ৩৫তম অর্ধশতকের দেখা পান ওপেনার তামিম ইকবাল। তামিম ও মাহমুদউল্লাহ জুটিতে আসে অবিচ্ছিন্ন ৮৭ রান। তামিমের ৮৮ বলে সাজানো ৬৪ রানের ইনিংসে ছিল আটটি বাউন্ডারি। আর ৫৬ বলে ৪৩ রান করা মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসে ছিল ৪টি চার আর একটি ছক্কার মার।

স্লো ওভার রেটিংয়ের কারণে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ ম্যাচে নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। এই সিরিজে ভালো করে ২০১৯ বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করার সুযোগ থাকছে বাংলাদেশের।

ত্রিদেশীয় সিরিজের পরই বাংলাদেশ ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাবে। ফলে মিনি বিশ্বকাপ খ্যাত আসরটির জন্যও ভালো প্রস্তুতি হয়ে যাবে। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টারলিং, উইলিয়াম পোটারফিল্ড, নেইল ও’ব্রাইন, অ্যান্ড্রু বালবিরনে, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রাইন, জর্জ ডকরেল, ব্যারি ম্যাককার্থি, টিম মুরটাগ, পিটার চেজ।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, ১২ মে, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।