ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আবারও ফিক্সিংয়ে আইপিএল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আবারও ফিক্সিংয়ে আইপিএল ফিক্সিংয়ের তীর গুজরাট লায়ন্সের দিকে-ছবি:সংগৃহীত

আবারও ফিক্সিং ইস্যুতে জড়িয়ে পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সম্প্রতি রমেশ নয়ন শাহ, বিকাশ চৌহান ও রমেশ কুমার নামের তিন জুয়ারিকে কানপুর পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে স্পট ফিক্সিংয়ের জন্য গুজরাট লায়ন্সের দুই ক্রিকেটারের সাথে কথা চলছিল তাদের।

ফিক্সিংয়ের এমন কাণ্ড ধরতে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছে কানপুর পুলিশ। জানা যায়, অভিযুক্ত ঐ দুই ক্রিকেটারকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করার জন্য সব আইনি কার্যক্রমও সম্পন্ন করে ফেলেছে তারা।

অন্যদিকে, কানপুরের একটি হোটেল থেকে আটককৃত জুয়াড়িদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গেছে তারা ইতোমধ্যে একটি ম্যাচ বাজি ধরেছিলেন। যার ফলে ফিক্সিং সংক্রান্ত আরো তথ্য পেতে তাদের আদালতে তুলে রিমান্ডে নেওয়ার পরিকল্পনা করছে কানপুর পুলিশ।

কানপুর পুলিশের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে এ তিন জুয়াড়ির উপর নজর রেখে আসছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন শাখা। তাদের ধরার সময় ৪০ লাখ রুপিও পায় কানপুর পুলিশ।

উল্লেখ্য, আইপিএলে ফিক্সিং বিতর্ক এটিই প্রথম নয়। আইপিএলকে কেন্দ্র করে ২০১৩ সালে সর্বপ্রথম ফিক্সিং বিতর্ক উঠে। ফিক্সিং ইস্যুতে ভারত জাতীয় দলের ক্রিকেটার শ্রীশান্তসহ আরো বেশ কয়েকজন ক্রিকেটারকেও সে সময় নিষিদ্ধ করা হয়। তাছাড়া, দুর্নীতির অভিযোগে দুই ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দু’বছরের জন্য নিষিদ্ধও ঘোষণা করা হয়। এই দুই দলের পরিবর্তেই আসরে নাম লেখায় গুজরাট ও পুনে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ১৩ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।