ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

কানাডা ক্রিকেটের পাশে আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, মে ১৩, ২০১৭
কানাডা ক্রিকেটের পাশে আফ্রিদি ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক দলপতি শহীদ আফ্রিদি এবার উত্তর আমেরিকার দেশ কানাডায় ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন। কানাডায় ক্রিকেটের প্রসার কিভাবে ঘটানো যায় তা নিয়ে ব্যস্ত ‘বুমবুম আফ্রিদি’।

বর্তমানে কানাডা সফরে রয়েছেন আফ্রিদি। কানাডার টরেন্টোর মেয়র জন টরির আমন্ত্রনে তার কার্যালয় সিটি হলে উপস্থিত হন পাকিস্তানের এই সিনিয়র অলরাউন্ডার।

সেখানেই কানাডায় ক্রিকেটের প্রসারে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

মেয়রের সাথে সাক্ষাৎ শেষে স্থানীয় টেলিভিশন চ্যানেলে তার ইচ্ছার কথা জানান ৩৭ বছর বয়সী আফ্রিদি। এ প্রসঙ্গে আফ্রিদি জানান, ‘আমি কানাডার ক্রিকেটকে এগিয়ে দিতে চাই। টরেন্টোতে এটা আমার চতুর্থ সফর। বেশ চমৎকার এই শহরে ক্রিকেটের জন্য আমি কিছু করতে চাই। ’

আফ্রিদি আরও যোগ করেন, ‘কানাডায় আমি কিছু মহৎ কাজ করতে চাই। এরই মধ্যে কানাডা ক্রিকেটে অনেকদূর এগিয়েছে। আমি শুধু তাদের সঠিক দিক দেখাতে চাই। ’

টরেন্টো মেয়র টরি এ প্রসঙ্গে জানান, ‘আমাদের সঙ্গে যোগ দেওয়ায় আফ্রিদিকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্ব এই তারকা ক্রিকেটার আমাদের তরুণদের এগিয়ে নিতে কাজ করবে বলে সম্মতি জানিয়েছেন। ক্রিকেটে যারা আগ্রহী আমরা তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চাই। ক্রিকেটে আফ্রিদির বেশ শক্তিশালী একটি প্রভাব রয়েছে। আমরা তার প্রতিভা ও অর্জনকে সম্মান জানাই। ’

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ১৩ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।