ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পন্টিংয়ের আইপিএল একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, মে ১৩, ২০১৭
পন্টিংয়ের আইপিএল একাদশ ছবি:সংগৃহীত

জমজমাট টি-টোয়েন্টির ঘরোয়া আসর আইপিএল প্রায় শেষ দিকে এসে পড়েছে। এরই মধ্যে নিজের পছন্দের সেরা আইপিএল একাদশ তৈরি করেছেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক রিকি পন্টিং। যেখানে রয়েছে একঝাক তারকা।

এই একাদশে পন্টিং নিয়ম অনুযায়ী সাত জন ভারতীয়র পাশাপাশি চার জন বিদেশি ক্রিকেটার রেখেছেন। এছাড়া তার দলে রয়েছে তরুণ থেকে শুরু করে অভিজ্ঞরাও।

ওপেনার হিসেবে তার দলে আছেন দুই বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল ও ডেভিড ওয়ার্নার। চলতি মৌসুমে ক্যারিবীয়ান তারকা গেইলের খুব ভালো না গেলেও পন্টিং তাকে ছাড়া অন্য কাউকে ভাবছেন না।

ব্যাটিংয়ে তিন থেকে ছয় পর্যন্ত এই চার জনে পন্টিংয়ের ভরসা ভারতীয় সেরারা। বিরাট কোহলির পর রোহিত শর্মা, সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনিকে রেখেছেন তিনি। ধোনি আবার পন্টিংয়ের দলে অধিনায়ক ও উইকেটরক্ষকের ভূমিকায় থাকছেন।

ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন ক্যারিবীয়ান তারকা ডোয়েন ব্রাভো। আর অফস্পিনার হিসেবে আছেন অভিজ্ঞ হরভজন সিং। এছাড়া লেগ স্পিনার হিসেবে রাখা হয়েছে অমিত মিশ্রকে।

দলে ফাস্ট বোলিংয়ে নেতৃত্ব দেবেন লঙ্কান তারকা লাসিথ মালিঙ্গা। আর তার ডেপুটি হিসেবে আছেন অভিজ্ঞ পেসার আশিস নেহেরা।  

পন্টিংয়ের আইপিএল দল: ক্রিস গেইল (ব্যাঙ্গালুরু), ওয়ার্নার (হায়দ্রাবাদ), বিরাট কোহলি (ব্যাঙ্গালুরু), রোহিত শর্মা (মুম্বাই), সুরেশ রায়না (গুজরাট), মহেন্দ্র সিং ধোনি (পুনে), ডোয়েন ব্রাভো (গুজরাট), হরভজন সিং (মুম্বাই), অমিত মিশ্র (দিল্লি), লাসিথ মালিঙ্গা (মুম্বাই) ও আশিস নেহেরা (হায়দ্রাবাদ)।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ১৩ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।