ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলে ফিরতেই বিজয়ের যত চেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মে ১৩, ২০১৭
জাতীয় দলে ফিরতেই বিজয়ের যত চেষ্টা এনামুল হক বিজয় / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে পারফর্ম করে জাতীয় দলে ফেরার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন টাইগারদের এক সময়কার টপ অর্ডারের ব্যাটসম্যান এনামুল হক বিজয়।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে এবারের মৌসুমে দলকে ধারাবাহিক সাফল্য এনে দেয়া এই ব্যাটসম্যান বিশ্বাস করেন ওয়ানডে ফরমেটের এই লিগে ব্যাট হাতে পারফর্ম করতে পারলে অবশ্যই টাইগার দলে ফিরতে পারবেন। শনিবার (১৩ মে) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে গাজী গ্রুপের অনুশীলনের পর গণমাধ্যমের সামনে বিজয় তার প্রচেষ্টার কথা জানান।

বিজয় জানান, ‘প্রিমিয়ার লিগে আমাদের সুযোগ থাকে ভালো কিছু করে জাতীয় দলে ফেরার। আমি সবসময় চেষ্টা করি পারফর্ম করার। এখন ভালো খেলছি, ইনশাল্লাহ চেষ্টা করবো আরও ভালো করতে। দলকে চ্যাম্পিয়ন করতে পারলে নিজের কাছে ভালো লাগবে। আর দলকে কিছু দিতে পারলে নিজের কাছেও ভালো লাগবে। ’

গাজী গ্রুপে এনামুল বিজয়দের সময়টা বেশ ভালোই কাটছে। বিজয়তো আছেনই, তার সাথে একই শিবিরে আছেন টাইগার টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হক, জাতীয় দল থেকে বাদ পড়া নাসির হোসেন ও আবু হায়দার রনির মতো তারকা ক্রিকেটাররা। যেহেতু তারা সবাই একই মানসিকতার তাই ক্যাম্প থেকে শুরু করে অনুশীলন এমনকি ড্রেসিং রুমেও সারাক্ষণ হাসি আর অনাবিল আনন্দের মধ্যেই তাদের সময় অতিবাহিত হয়। যা দিন শেষে তাদের দলের হয়ে ভালো পারফরমেন্সের খোড়াক যোগায় বলে বিশ্বাস করেন এই গাজী গ্রুপ ব্যাটসম্যান।  

বিজয় আরও জানান, ‘আমরা জাতীয় দল থেকে বাদ পড়া কিছু প্লেয়ার আছি। আমি, সৌরভ ভাই (মুমিনুল হক) আবু হায়দার রনি আছে, নাসির ভাই ছিল, উনি চলে গেছেন। সবার সাথে আড্ডাবাজি, দুষ্টামি করি। খুবই মজা হয়। সবাই খুব আনন্দের মধ্যে থাকি আমরা। আমার কাছে মনে হয় যে, এজন্যই আসলে দলটা ভালো রেজাল্ট করছে। ’
 
উল্লেখ্য যে, ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের চলতি মৌসুমে ৮ ম্যাচে অপরাজিত থেকে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এদিকে এই আট ম্যাচে ৪৭ গড়ে এনামুল বিজয়ের রান ৩৭৬। কোনো সেঞ্চুরি নেই। তবে আছে দু’টি নার্ভাস ৯০ এর ইনিংস। যার মধ্যে একটিতে ৯৭ ও অপরটিতে করেছেন ৯৩ রান।

জাতীয় দলের হয়ে ব্যাট হাতে ওয়ানডেতে সবশেষ বিজয়কে দেখা গিয়েছিল নেলসনে, ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। সবশেষ টেস্ট ম্যাচটি খেলেছেন ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর তার শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ছিল ২০১৫ সালে, ঢাকায়, জিম্বাবুয়ের বিপক্ষে।   

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ১৩ মে ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।