ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কন্ডিশন-পরিস্থিতি ভিন্ন, ভালো করব: সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ১৩, ২০১৭
কন্ডিশন-পরিস্থিতি ভিন্ন, ভালো করব: সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ত্রিদেশীয় সিরিজে টাইগারদের পরের ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে। নিজেদের পরের ম্যাচে চেনা নিউজিল্যান্ডকে পাচ্ছে না লাল-সুবজরা। আইপিএলের কারণে থাকছেন না ব্ল্যাকক্যাপদের ১০ ক্রিকেটার।

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে নতুন এক দল পাঠিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। আইপিএলের কারণে ১০ ক্রিকেটার ছাড়া সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ গত ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করতেই আগ্রহী টাইগাররা। আইরিশ আর কিউইদের বিপক্ষে এই সিরিজে ভালো করে ২০১৯ বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করার সুযোগ থাকছে বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজের পরই বাংলাদেশ ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাবে। ফলে মিনি বিশ্বকাপ খ্যাত আসরটির জন্যও ভালো প্রস্তুতি হয়ে যাবে। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

পরপর দুটি ইভেন্টে নিউজিল্যান্ডকে পাচ্ছে সাকিব-তামিম-মুশফিক-মাশরাফিরা। সাকিবের মতে, দুই ইভেন্টে নিউজিল্যান্ড দু’রকম দল খেলালেও শতভাগ দিয়েই খেলবে কিউইরা। আইপিএলের প্রসঙ্গ টেনে সাকিব জানান, ‘আমরা এবার নতুন চেহারার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবো। আইপিএলের কারণে বেশ কয়েকজন খেলোয়াড়কে তারা পাচ্ছে না। তাদের দলে অভিজ্ঞরা না থাকলেও দুর্দান্ত সব ক্রিকেটার আছে। তারা আমাদের কঠিন পরীক্ষাই নেবে। ’

গত নিউজিল্যান্ড সিরিজের কথা উল্লেখ করে সাকিব আরও যোগ করেন, ‘কয়েক মাস আগে আমরা নিউজিল্যান্ডের মাঠে তাদের বিপক্ষে খেলেছি। কিন্তু, সেখানে ভালো কিছু করতে পারিনি। ওখানকার অভিজ্ঞতা ভালো ছিল না। তবে, এটা ভিন্ন কন্ডিশন, ভিন্ন পরিস্থিতি। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ভালো করব বলেই বিশ্বাস করি আমি। ’

স্লো ওভার রেটিংয়ের কারণে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সে ম্যাচে নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরবেন ম্যাশ, দলও ফিরে পাবে পেস বোলিংয়ের নেতাকে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১৩ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।