ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

হায়দ্রাবাদের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
হায়দ্রাবাদের সহজ জয় ছবি: সংগৃহীত

আইপিএলের ৫৩তম ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ। ১১ বল হাতে রেখে গুজরাট লায়ন্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ডেভিড ওয়ার্নারের দল।

কানপুরে আগে ব্যাট করে গুজরাট ১৯.২ ওভারে গুটিয়ে যাওয়ার আগে তোলে ১৫৪ রান। জবাবে, ১৮.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে হায়দ্রাবাদ।

গুজরাটের ওপেনার ডোয়াইন স্মিথ আর ঈশান কিষান উদ্বোধনী জুটিতেই তুলে নেন ১১১ রান। সেখান থেকে ১৫৪ রানে যেতেই অলআউট হয় দলটি। স্মিথ ৩৩ বলে ৭ চার আর দুই ছক্কায় করেন ৫৪ রান। ৪০ বলে ৫টি চার আর ৪টি ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেন ঈষান।

রবীন্দ্র জাদেজা ২০ রানে অপরাজিত থাকেন। দলপতি সুরেশ রায়না, দিনেশ কার্তিক, অ্যারন ফিঞ্চ, জেমস ফকনার কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

হায়দ্রাবাদের ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজ ৪ ওভারে ৩২ রান খরচায় তুলে নেন চারটি উইকেট। রশিদ খান ৪ ওভারে ৩৪ রান খরচায় নেন আরও তিনটি উইকেট। ভুবনেশ্বর কুমার দুটি উইকেট পান।

১৫৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে হায়দ্রাবাদের ওপেনার ও দলপতি ডেভিড ওয়ার্নার ৫২ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৬৯ রান করে অপরাজিত থাকেন। শিখর ধাওয়ান ১৮ রানে বিদায় নেন। মইসেস হেনরিকসের ব্যাট থেকে ৪ রান আসে। ৪৪ বলে ৯টি চারের সাহায্যে ৬৩ রান করে অপরাজিত থাকেন বিজয় শংকর।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ১৩ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।