ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিকল্প ভাবছে বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মে ১৩, ২০১৭
পাকিস্তানের বিকল্প ভাবছে বিসিবি পাকিস্তানের বিকল্প ভাবছে বিসিবি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

গেল এপ্রিলে দুবাইয়ে আইসিসি সভায় বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে জুলাইয়ে বাংলাদেশ সফর বাতিলের কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান শাহরিয়ার খান।  তার ভাষ্যমতে, দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজটি হচ্ছে না।

সভার পর বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে চাউর হলেও বিসিবি এখনও পিসিবি থেকে এই মর্মে কোন আনুষ্ঠানিক চিঠি পায়নি। সঙ্গত কারণেই ট্যুর বাতিল প্রসঙ্গে পাকিস্তানের সঙ্গে এখনও কোনো আলোচনায় বসেনি বিসিবি।

তবে হঠাৎ করেই পিসিবির এমন সিদ্ধান্তে বিকল্প ভাবতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত জুলাই-আগস্টে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দলটি বাংলাদেশ সফরে না এলে স্লট ফাঁকা থাকায় অন্য কোনো দেশের সঙ্গে সিরিজ আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।

শনিবার (১৩ মে) বিকেলে মানিকগঞ্জের শিবালয়ে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপণী অনুষ্ঠানে বোর্ডের এমন ভাবনার কথা গণমাধ্যমকে জানান নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘ওই সময়ে অন্য কোনো দলকে আনা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময়ে ইংল্যান্ডে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলবো। তারা কী চায়, সিরিজ খেলতে চায় নাকি বিশ্রাম, সেটা জানবো। ওই সময়ে অবশ্য অন্য দলগুলোর ব্যস্ত সূচি থাকবে। সব দিক বিবেচনা করেই এগোনো হবে। ’

এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সিরিজের সূচি পাঠিয়েও অপেক্ষার পর কোনো সাড়া না পাওয়ায় সিরিজটিকে বাতিল হিসেবেও গণ্য করছেন পাপন, ‘আমরা পিসিবি’কে সূচি পাঠিয়েছি। কিন্তু তারা এখনও কিছু জানায়নি। আমরা ধরে নিচ্ছি তারা আসবে না। ’

তবে পাকিস্তান না আসলেও সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বিসিবি প্রেসিডেন্ট। ২০১৫ সালের অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তার খোঁড়া অযুহাত দেখিয়ে সিরিজটি স্থগিত করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ১৩ মে, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।