ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিসবাহ-ইউনিসের বিদায়ী টেস্ট জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, মে ১৩, ২০১৭
মিসবাহ-ইউনিসের বিদায়ী টেস্ট জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান মিসবাহ-ইউনিসের বিদায়ী টেস্ট জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান/ছবি: সংগৃহীত

লোয়ার অর্ডারের ব্যাটিং নৈপুণ্যে ডমিনিকায় সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩০৪ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। জবাবে ৭ রান তুলতেই ১ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছে স্বাগতিকরা।

স্কোর: পাকিস্তান - ৩৭৬ ও ১৭৪/৮ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ - ২৪৭ ও ৭/১ (৬.৩ ওভার)

সপ্তম ওভারের তৃতীয় বলে কাইরন পাওয়েলকে (৪) শান মাসুদের তালুবন্দি করেন ইয়াসির শাহ। এরপরেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

৩ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামবেন ক্রেইগ ব্রাথওয়েট।

একদিকে মিসবাহ উল হক ও ইউনিস খানের বিদায়ী ম্যাচ তার ওপর ক্যারিবিয়ানে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের হাতছানি! সব মিলিয়ে ইতিহাস গড়তে মরিয়া সফরকারীরা। তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা।

সতীর্থদের গার্ড অব অনারে সিক্ত ইউনিস খান/ছবি: সংগৃহীত৮ উইকেটে ১৭৪ রান করার পর নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। লিড দাঁড়ায় ৩০৩। শেষ দু’টি জুটিতে আসে ৮৪। অষ্টম উইকেট পার্টনারশিপে ৬১ রান যোগ করেন দুই টেলএন্ডার ইয়াসির ও মোহাম্মদ আমির (২৭)।

পরে হাসান আলীকে (১৫ অপ.) নিয়ে ২৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন ৩৮ রানে অপরাজিত থাকা লেগস্পিনার ইয়াসির। তার আগে ৯০ রানে সাত উইকেট হারিয়ে চাপের মুখেই পড়েছিল টিম পাকিস্তান। প্রথম ইনিংসে ১২৭ রানের দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখানো আজহার আলী মাত্র ৩ রানে বিদায় নেন। ‍আরেক ওপেনার শান মাসুদের ব্যাট থেকে আসে ২১।  

ক্যারিয়ারের শেষ টেস্টের শেষ ইনিংসে ইউনিস ৩৫ ও প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান মিসবাহ ২ রান করে আউট হন। শেষবার ব্যাটিংয়ে নামার সময় প্রতিপক্ষ ও মাঠ ছাড়ার সময় দু’জনকে ‘গার্ড অব অনার’ জানান সতীর্থরা।

বিদায়ী টেস্টে মিসবাহ-ইউনিস/ছবি: সংগৃহীতএর আগে ৫ উইকেটে ২১৮ রান নিয়ে চতুর্থ দিন শুর‍ু করা ক্যারিবীয়দের প্রথম ইনিংস থামে ২৪৭ রানে। ১২৯ রানের লিডে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিসবাহর দল। সর্বোচ্চ ৬৯ রান করেন রোস্টন চেজ। এছাড়া ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ২৯, কাইরন পাওয়েল ৩১, শাই হোপ ২৯, শেন ডওরিচ ২০ রান প্যাভিলিয়নে ফেরেন। ৩০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক জেসন হোল্ডার।

একাই ‍পাঁচটি উইকেট দখল করেন পেসার মোহাম্মদ আব্বাস। দিনের প্রথম ওভারে ডওরিচকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন মোহাম্মদ আমির। এই একটি উইকেটই পান। তিনটি নেন ইয়াসির। বাকি উইকেটটি আজহার আলীর।

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, ১৪ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।