ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্লার্কের চোখে ফাইনালে অস্ট্রেলিয়া-ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
ক্লার্কের চোখে ফাইনালে অস্ট্রেলিয়া-ভারত ছবি:সংগৃহীত

১ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির মেগা আসর। এ আসরে ফেভারিটের তালিকায় রয়েছে বেশ কয়েকটি দল। তবে অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তার দেশের মোকাবেলা করবে ভারত। কলকাতায় এক ইভেন্টে সাংবাদিকদের এমন কথা জানান ক্লার্ক।

মিনি বিশ্বকাপ খ্যাত আসরটির ফাইনাল প্রসঙ্গে ক্লার্ক বলেন, ‘আমি ফাইনালে ভারত এবং অস্ট্রেলিয়াকে দেখছি। এর জন্য ইংল্যান্ডের কন্ডিশন বড় একটা ভূমিকা রাখতে যাচ্ছে।

উদাহরণস্বরূপ, যদি সুইং এবং গতি দেখা যায়, অস্ট্রেলিয়ার পেসারদের মোকাবেলা করা কঠিন হবে। এটা আমাদের উপকারে আসবে। মিচেল স্টার্ক, জেমস প্যাটিনসন, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সদের মোকাবেলা করতে প্রতিপক্ষের কষ্ট হবে। ’

ক্লার্কের মতে, ইংল্যান্ডের কন্ডিশনে ভালো করবেন দুই ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। তিনি বলেন, ‘যদি উষ্ণতা থাকে এবং উইকেটে স্পিন ধরে, তাহলে সেখানে অশ্বিন এবং জাদেজার চেয়ে ভালো কেউ নেই। এটা ভারতের পক্ষে কথা বলবে। জাদেজা একজন অভিজাত স্পিনার যে ভাল ব্যাটও করতে পারে। বিশ্বের অন্যতম ভালো একজন স্পিনার সে। ’

এদিকে এবারের আইপিএলে খুব একটা ভালো করতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। যদিও ক্লার্কের মতে, এতে তেমন একটা ঝামেলায় পড়বেন না বিরাট কোহলিরা। কারণ এটা ভিন্ন ফরম্যাটের খেলা। ব্যাট করার সময় এখানে ইনিংস গড়ে তোলার বেশি সুযোগ পাওয়া যায়। আমার মনে হয় না ভারতীয় ব্যাটসম্যানরা আইপিএলে তাদের ফর্ম নিয়ে খুব বেশি চিন্তিত থাকবে। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য তাদের অনেক সময় আছে। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি জেতায় তারা আত্মবিশ্বাসী থাকবে। সংক্ষিপ্ত ফরম্যাটে ইংল্যান্ডে তারা ভাল করেছে।

গত তিন চ্যাম্পিয়নস ট্রফি ভাগাভাগি করে নিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। আসরের বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। আর এর আগের দু’বার শিরোপা ঘরে তুলেছে অজিরা।

এদিকে ক’দিন আগে অস্ট্রেলিয়া দলে থাকা স্পিনার অ্যাডাম জাম্পা জানিয়েছিলেন তার ফাইনাল ভাবনার কথা। যেখানে তিনি তার দলের সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার নাম বলেছিলেন।

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ‘এ’ তে রয়েছে অস্ট্রেলিয়া, আর গ্রুপ ‘বি’ তে আছে ভারত। অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হিসেবে লড়বে নিউজিল্যান্ড, বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ড। আর ভারতের প্রতিপক্ষ হিসেবে গ্রুপ পর্বে থাকছে দ.আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ১৪ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।